Accounting 2nd Paper ঢাকা সিটি কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. যমুনা গার্মেন্টস ফ্যাক্টরীর একটি গুদামে ২০২১ সালের মার্চ মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে।

২০২১

মার্চ ০১ প্রারম্ভিক উদ্বৃত্ত ,০০০ একক প্রতি একক ৫৫ টাকা দরে

‘’ ০৪ ক্রয় ,০০০ একক প্রতি একক ৫৭ টাকা দরে

‘’ ०৭ ইস্যু ,০০০ একক

‘’ ১১ ইস্যু ,০০০ একক

‘’ ১৫ ক্রয় ,০০০ একক প্রতি একক ৫৬ টাকা দরে

‘’ ১৮ কারখানা হতে ফেরত ,০০০ একক (১১ তারিখে ইস্যুকৃত)

‘’ ২১ ইস্যু ,০০০ একক

‘’ ২৪ ক্রয় ,০০০ একক প্রতি একক ৫৮ টাকা দরে

‘’ ২৭ সরবরাহকারীকে ফেরত ১০০০ একক (২৪ তারিখে ক্রয়কৃত)

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. রিতা ফার্মা লিমিটেড এর অনুমোদিত মূলধন ৪০,০০,০০০ টাকা, যা প্রতিটি ২০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৭০টি বিক্রয়ের উদ্দেশ্যে ১০% অবহারে (বাট্টায়) বাজারে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চাইতে ১৫% অধিক আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদন সম্পূর্ণই প্রত্যাখ্যান করা হয়। এছাড়াও কোম্পানি ১০,০০০ শেয়ার ১০টি অবহারে ইস্যুর বিনিময়ে যন্ত্রপাতি ক্রয় করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. সাদ কোম্পানি লিঃ এর অনুমোদিত মূলধন ১,০০,০০,০০০ টাকা। উক্ত মূলধন প্রতি শেয়ার ১০০ টাকা মূলোর ,০০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। উক্ত কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া হলো:

অন্যান্য তথ্যাবলিঃ

১. ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মজুদ পণ্যের ক্রয়মূল্য ১৬,০০,০০০ টাকা এবং বাজারমূল্য ১৭.৫০,০০০ টাকা।

বিনামূল্যে পণ্য বিতরণ ৫০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি এবং মোট বিজ্ঞাপন খরচ পাঁচটি হিসাব বছরে সমন্বয় হবে।

. বিবিধ দেনাদারের ৫০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের উপর ১০০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি কর।

. নিট লাভের ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করে এবং ৪০,০০০ টাকা দিয়ে বন্যা ত্রাণ তহবিল তৈরি কর।

. যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করো।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সজিব কোম্পানি লি এর অনুমোদিত মূলধন ১২,০০,০০০ টাকা যা প্রতিটি ১০ টাকা মূল্যের ,২০,০০০ শেয়ারে বিভক্ত।  ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপঃ

সমন্বয়সমূহ:

() সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ,৯০,০০০ টাকা।

() শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।

() সাধারণ সঞ্চিতি ,৩০,০০০ টাকায় উন্নীত করতে হবে।

() আয়কর সঞ্চিতি ১৫,০০০ টাকা রাখতে হবে।

() শেয়ারপ্রতি .০০ টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে।

 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show