2. মেসকাত সাহেব দীর্ঘদিন ধরে তার পুকুরে মাছ চাষ করছেন। এ বছর তার পুকুরে রাজপুঁটি মাছ চাষ করছেন । কিন্তু মাছ ছাড়ার কিছুদিন পর কিছু মাছের গায়ে ছোট ছোট লাল দাগ এবং গভীর ক্ষত দেখতে পেলেন। এমন সমস্যায় মেসকাত সাহেব উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিলে কর্মকর্তা তাকে রোগটির কারণ, প্রতিকার এবং প্রতিরোধের জন্য করণীয় বলে দেন।
3. বাংলাদেশের পূর্বাঞ্চলে ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো এক ধরনের বনাঞ্চল রয়েছে, যেখানে জুম চাষ ও চা চাষ হয়। অন্যদিকে সমুদ্র উপকূলীয় অঞ্চলের লোনাভূমিতে একধরনের বনাঞ্চল রয়েছে, সেখানের মাটি লবণাক্ত ও ক্ষারীয় এবং সে বনাঞ্চলের বৃক্ষের শ্বাসমূল আছে।
4. সাইফ সাহেব লক্ষ করলেন দেশে মুরগির খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মুরগির বাচ্চার চাহিদাও বাড়ছে। বিষয়টি বিবেচনা করে তিনি কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের সিদ্ধান্ত নিলেন। এতে প্রাকৃতিক পদ্ধতির তুলনায় তিনি অল্প দিনেই বেশ লাভবান হলেন।
5. সাব্বির সাহেব গ্রীষ্মকালে সকালে ১০ লিটার গরুর দুধ ক্রয় করে ঘরে রেখে দিয়েছেন। দুপুরে দুধ গরম দেয়ার সময় জমে ছানা হয়ে গেল । বিষয়টি পশু চিকিৎসক তন্ময় সাহেবকে জানালে তিনি সংরক্ষণ ত্রুটির কথা বললেন এবং দুধ সংরক্ষণের পাস্তুরিতকরণ পদ্ধতি সম্পর্কে বলে দিলেন। তিনি এ পদ্ধতিতে দুধ সংরক্ষণ করলেন। এরপর আর কোনোদিন সাব্বির সাহেবের দুধ নষ্ট হয়নি।