হিসাববিজ্ঞান ২য় পত্র সিলেট বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. মুনমুন লিমিটেড

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৮

সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ১,৮০,০০০ টাকা, যার বাজারমূল্য ২,১০,০০০ টাকা। ২. প্রাপ্য হিসাবের ১০,০০০ টাকা আদায়যোগ্য নয় । অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% সঞ্চিতি ধরার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । ৩. মুনাফাবিহীন বিক্রয় ২০,০০০ টাকা। ৪. ১ জুলাই তারিখে ১,০০,০০০ টাকার যন্ত্রপাতি ভুলবশত: ক্রয় এর অন্তর্ভুক্ত হয়েছে যার সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। ৫. অগ্রিম বিমার দুই-তৃতীয়াংশ উত্তীর্ণ হয়েছে। ৬. নিট ক্রয় ও নিট বিক্রয়ের মধ্যে ১৫% ভ্যাট সংযুক্ত।

SB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. রওশন লিমিটেড-এর উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলি নিচে পে করা হলো:

উৎপাদনের পরিমাণ ৫০.০০০ এক

পরিবর্তনশীল ব্যয় ২,০০,০০০ টাকা

স্থায়ী ব্যয় ৬০,০০০ টাকা

বিক্রয়মূল্য ৪,০০,০০০ টাকা

SB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মৃন্ময় কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৮,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা। কোম্পানি অনুমোদিত মূলধনের ৫০% শেয়ার ১০% অধিহারে মূলধন সংগ্রহ উদ্দেশ্যে বাজারে ছাড়লো। কোম্পানি ইস্যুকৃত মূলধনের অতিরিক্ত ২৫% শেয়ারের আবেদন পায়। কিন্তু অতিরিক্ত আবেদনের সম্পূর্ণ অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়।

SB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সান্ত্বনা লিমিটেড

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৮

সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,২৫,০০০ টাকা । কিন্তু এই মূল্যায়নের পরপরই ৩০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত পণ্যের দুই-তৃতীয়াংশ ক্ষতিপূরণে স্বীকৃত হয়েছে। ২. বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে ২০,০০০ টাকার পণ্য প্রেরিত হয়েছিল যা ফেরত দেওয়ার সময় এখনও অতিক্রান্ত হয়নি। ৩. প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। ৪. কোম্পানি চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে ১০%। ৫. স্থায়ী সম্পত্তির ওপর ১০% অবচয় ধার্য করো।

SB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. নিলাঞ্জন লিমিটেড চলতি বছর ৭৫,০০০ একর পণ্য ২৬ টাকা দরে বিক্রয়

করেছে। তাদের ব্যয় বিবরণী পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গেল:

তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৫,০০০ একর। একরপ্রতি ব্যয় ১৪.২০ টাকা।

তৈরি পণ্যের সমাপনী মজুদ ১০,০০০ একক

কাঁচামালের ব্যয় এককপ্রতি ১০ টাকা

শ্রম ব্যয় এককপ্রতি ৬ টাকা।

কারখানার উপরিব্যয় শ্রম ব্যয়ের ৮০%

অফিস ও প্রশাসনিক ব্যয় উৎপাদনের ব্যয়ের ১০%

বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় কারখানার উপরিব্যয়ের ১৫%

SB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show