শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. আয়েশা ও ইদিতা আফরিন দুই বান্ধবী। তারা প্রায়ই বিভিন্ন হাদিস নিয়ে আলোচনা করেন। ইদিতা আফরিন বলেন, 'অনেক মেয়ে প্রায়ই হিংসা করে। যদিও 'দুইজন ব্যতীত হিংসা জায়েজ নয়'। আয়েশাও আরেকটি হাদিস যুক্ত করে বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল। এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসিত হবো'।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. সাকিনা: আল্লাহ তায়ালা আমাদের আদি পিতামাতাকে সৃষ্টি করে সুখ- শান্তির উদ্যানে বসবাস করতে বলেন। কিন্তু তাদেরকে সুখময় স্থান থেকে বের করতে বিশেষ একজন খুবই তৎপর হয়ে ওঠে।

 ইসরাত জাহান: তারা বধির, বোবা ও অন্ধ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ইসলামি শরীয়তের উৎস চারটিঃ ১. কুরআন ২: হাদিস ৩. (?) 8. কিয়াস। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. একাদশ শ্রেণীর শিক্ষার্থী রবিউল হাসান ও মাহিন দুই সহপাঠী। প্রতিদিন তারা ইসলামের বিভিন্ন হুকুম নিয়ে আলোচনা করে। আজকে রবিউল হাসানের আলোচ্য বিষয় এমন একটি ইবাদত; যা প্রতিদিন পাঁচবার সম্পাদন করা আবশ্যক। কিন্তু মাহিনের আলোচ্য বিষয়ের ইবাদতটি বছরের নির্ধারিত একটি মাসে সম্পাদন করা আবশ্যক। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. মুফতি জাকির হোসাইন খুতবার আলোচনায় একজন ইমামের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, এই মনীষী ৮০ হিজরি মোতাবেক ইরাকের কুফা নগরে জন্মগ্রহণ করেন। ফিকহশাস্ত্রে অক্লান্ত পরিশ্রম, কঠোর সাধনা ও নিরলস গবেষণার জন্য তিনি জগত বিখ্যাত হয়ে আছেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show