1. 'ক' বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহাড়ী এলাকায় প্রায় ১০-১২ কি.মি. বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। ভিসি মহোদয়ের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের IT ইনচার্জের পরামর্শে কেন্দ্রীয় (একক নিয়ন্ত্রিত) ইন্টারনেট সেবা চালু করেন। কিন্তু দূরত্ব ও পাহাড়ের উঁচু-নিচুর কারণে কিছু বিভাগে ইন্টারনেট সেবার মান এ দুর্বলতা দেখা দিল ।
3. বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট খেলায় টসে জিতে বাংলাদেশ প্রথম ব্যাট করে। বাংলাদেশের ব্যাটিং এর পর দেখা গেল রাতুলের রান এর সংখ্যা a, মিথিলের রান সংখ্যা b এবং বাবুল এর রান সংখ্যা c। সকলেই আশা করে বাংলাদেশ জিতবে।
5. রনি তার ICT ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেল। তার ধারণা অনুযায়ী, তার বোনের বয়স বাইনারিতে (110101)2 এবং তার ভাইয়ের বয়স হলো অক্টালে (53)8। রনি এবং তার ভাই দুইটি স্কুল ব্যাগ কিনল একই ব্রান্ডের এবং মডেল হলো (207)16 এবং (510)10 টাকা বিভিন্ন স্টলের ধারণা অনুযায়ী।