হিসাববিজ্ঞান ২য় পত্র কুমিল্লা বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

ফজলুল হক লিমিটেডের উৎপাদনসংক্রান্ত তথ্য নিম্নরূপ

বিবরণ                           টাকা

ব্যবহৃত কাঁচামাল           ৯০,০০০

মজুরি                            ৫০,০০০

কারখানা উপরিব্যয়        ৩০,০০০

প্রশাসনিক উপরিব্যয়      ১০,০০০

উপরোল্লিখিত তথ্যের ভিত্তিতে একটি দরপত্র মূল্য নির্ধারণ করতে হবে যার জন্য কাঁচামাল ব্যয় ৮,০০০ টাকা; মজুরি ব্যয় ৫,০০০ টাকা এবং মোট ব্যয়ের ওপর ৩০% মুনাফা করা হবে।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

রাশেদ লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ২৫,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত ২৫,০০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে কোম্পানির রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নে সন্নিবেশিত হলো

সমন্বয়সমূহ : (১) সমাপনী মজুদ পণ্য ৯৫,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে; (২) নিট মুনাফার ওপর ২৫% হারে আয়কর সঞ্চিতির ব্যবস্থা কর; (৩) কলকব্জার ওপর ১০% অবচয় ধার্য কর এবং সুনামের ২০% অবলোপন কর; (৪) একজন খরিদ্দারের নিকট পাওনা ১০,০০০ টাকা পাওয়া যাবে না; যা এখনও হিসাবভুক্ত করা হয়নি;(৫) প্রাপ্য হিসাবেরর ওপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতির ব্যবস্থা কর; (৬) শেয়ার মূলধনের ওপর ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে সৌরভ ও রিফাত যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুতে নিম্নোক্ত ধারা সন্নিবেশিত ছিল

১. সৌরভ মাসিক ১,২০০ টাকা এবং রিফাত মাসিক ৯০০ টাকা বেতন পাবে।

২. তারা মূলধনের ওপর বার্ষিক ১২% হারে সুদ পাবে।

৩. রিফাত নিট লাভের ওপর ৫% কমিশন পাবে। নিট লাভ হতে অংশীদারদের বেতন, মূলধনের সুদ চার্জ করার পর তবে কমিশন চার্জ করার পূর্বে এ কমিশন ধার্য করতে হবে।

৪. সারা বছর ধরে সৌরভ ও রিফাত যথাক্রমে নগদ ৮,০০০ টাকা ও ৬,০০০ টাকা উত্তোলন করে। এছাড়াও সৌরভ ১,০০০ টাকার পণ্য উত্তোলন করে।

৫. রিফাত ০১-১০-২০১৮ তারিখে কাবারে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করে।

৬. তারা স্থায়ী মূলধন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে সম্মত হয়। উপরোল্লিখিত সমন্বয়সাধনের পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের মুনাফা ছিল ২,০০,০০০ টাকা।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. মৃত্তিকা হাউজিং লি.-এর দুই বছরের আর্থিক অবস্থার বিবরণী নিম্নে প্রদত্ত হলো:

মৃত্তিকা হাউজিং লি.

আর্থিক অবস্থার বিবরণী

৩১ ডিসেম্বর

অন্যান্য তথ্য: i. ২০১৮ সালের অবচয় ১৪,০০০ টাকা। ii. ২০১৮ সালের নিট মুনাফা ২১,০০০ টাকা। iii. নতুন আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা। iv. আসবাবপত্র বিক্রয় ৮০০ টাকা যার ক্রয়মূল্য ছিল ৫,০০০ টাকা এবং পুঞ্জীভূত অবচয় ছিল ৪,০০০ টাকা 1 v. ৬,০০০ টাকা অধিহারসহ মোট ৮,০০০ টাকা মূল্যের সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে। v. নগদ লভ্যাংশ প্রদান ১৬,০০০ টাকা ।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. মায়া কোম্পানির বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্যসমূহ নিম্নে প্রদত্ত হলো:

এককপ্রতি বিক্রয়মূল্য ১২৫ টাকা।

বিক্রয়ের পরিমাণ (৯,৬০০ একক) ১২,০০,০০০ টাকা।

বিক্রীত পণ্যের ব্যয় (১০০% পরিবর্তনশীল) ২,৮৮,০০০ টাকা।

প্রশাসনিক খরচ (৫০% পরিবর্তনশীল) ১,১৫,২০০ টাকা।

বিক্রয় খরচ (৩৬% পরিবর্তনশীল) ২,৪০,০০০ টাকা

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show