1.
[A, B, C এবং D যৌগসমূহকে ল্যাবরেটরির একই সেলফে উপরের ক্রমানুযায়ী সংরক্ষণ করা হলো]
দ্রাবক নিষ্কাশন কাকে বলে?
UV রশ্মির সাহায্যে কিভাবে জাল টাকা শনাক্ত করা হয়?
A যৌগের ক্ষারীয় মূলকের শনাক্তকরণে শিখা পরীক্ষায় যে বর্ণ উৎপন্ন করে তার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক অনুযায়ী A, B, C ও D এর সংরক্ষণ করার কৌশল সঠিক কিনা তা বিশ্লেষণ কর।
2.
Ka = 1.8 x 10-5
ইলেকট্রো-নেগেটিভিটি কাকে বলে?
গ্লাস ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হয় না কেন? ব্যাখ্যা কর।
A পাত্রের দ্রবণের H' আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় কর।
A ও B পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি pH নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ কর।
3. A ও B পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের গ্যাসীয় দ্বি-পরমাণুক মৌল। মৌল দুটি বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বিদ্যমান। এর মধ্যে A মৌলটি প্রায় নিস্ক্রিয় একটি মৌল।
বিক্রিয়ার হার কাকে বলে?
আউফবাউ নীতি ব্যাখ্যা করো।
কক্ষ তাপমাত্রার চেয়ে ০°C তাপমাত্রায় H₂B এর ঘনত্ব কম কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের A ও B এর হাইড্রাইডের জ্যামিতিক আকৃতি তুলনামূলক বিশ্লেষণ কর।
4. 2M(g)+N(g)⇌2 L( g);ΔH=−ve⋯ (i) O(g)+P(g)⇌2Q(g);ΔH=+ve⋯(ii)[M,N,L,O,P এবং Q মৌলের প্রতীক নয়] \begin{array}{l}2 \mathrm{M}(\mathrm{g})+\mathrm{N}(\mathrm{g}) \rightleftharpoons 2 \mathrm{~L}(\mathrm{~g}) ; \Delta \mathrm{H}=-\mathrm{ve} \cdots \text { (i) } \\ \mathrm{O}(\mathrm{g})+\mathrm{P}(\mathrm{g}) \rightleftharpoons 2 \mathrm{Q}(\mathrm{g}) ; \Delta \mathrm{H}=+\mathrm{ve} \cdots(\mathrm{ii}) \\ {[\mathrm{M}, \mathrm{N}, \mathrm{L}, \mathrm{O}, \mathrm{P} \text { এবং Q মৌলের প্রতীক নয়] }}\end{array} 2M(g)+N(g)⇌2 L( g);ΔH=−ve⋯ (i) O(g)+P(g)⇌2Q(g);ΔH=+ve⋯(ii)[M,N,L,O,P এবং Q মৌলের প্রতীক নয়]
হাইড্রোজেন বন্ধন কাকে বলে?
ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন?
উদ্দীপকের L কে পানিতে দ্রবীভূত করলে 0.001M H₂SO₄ দ্রবণ উৎপন্ন হয়। এই দ্রবণের pOH এর মান নির্ণয় করো।
(i) ও (ii) নং বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির কৌশলের বর্ণনা দাও।
5.
ফার্স্ট এইড বক্স কী?
ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো
A পাত্রে Ca2+ \mathrm{Ca}^{2+} Ca2+ এর পরিমাণ নির্ণয় করো।
A ও B পাত্রের মিশ্রিত দ্রবণের প্রকৃতি দ্রাব্যতার ভিত্তিতে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।