Joktibidda 2nd Paper হলিক্রস কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্যকল্প-১: শিক্ষা হলো মনের চোখ।

দৃশ্যকল্প-২: কুমির হয় কুমিরত্বসম্পন্ন মরণশীল প্রাণী।

দৃশ্যকল্প-৩: ইলিশ হয় ইলিশত্বসম্পন্ন একলেজ বিশিষ্ট মাছ। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দৃশ্যকল্প ১: মাধ্যাকর্ষণ কী? জানতে চাইলে জিনি, সাইফুলকে বললো, ভূদেবতা যখন হুঙ্কার দিয়ে ডাক দেয় তখন পৃথিবী ভয় পায়, আর সব তার দিকে নেমে আসে তাকে মাধ্যাকর্ষণ বলে।' তখন করিম চাচা বললো, 'যে বল বা শক্তির জোরে পৃথিবী সব বস্তুকে মাটির দিকে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বলে। 

দৃশ্যকল্প: ২: 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. মানুষের মত তিমি বাচ্চাপ্রসব করে। মানুষ গান গায়। অতএব, তিমিও গান গায়। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. দৃশ্যকল্প ১: নয়না কাগজ কাটার জন্য একটা কাঁচি কিনলো। পরবর্তীতে দেখা গেলো যে, সে ঐ একই কাঁচি দিয়ে কাপড়, ফুল, পাতা সবই কাটতে পারছে। 

দৃশ্যকল্প ২: ইউনা তার বান্ধবী দোলনকে বললো, “শীলং এ এখন অনেক শীত। তুমি যখন বেড়াতে আসবে, তখন গরম কাপড় কম আনবে তাই সুস্থ থাকবে।' তিতাস বললো, ‘এখন বাংলাদেশে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। তাই শীলং এ ঠান্ডা লাগবে না।'

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show