1.
[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৯]
দহন তাপ কাকে বলে?
তাপমাত্রার সাথে পানির আয়নিক গুনফল পরিবর্তনশীল কেন?
পল বুঙ্গে ব্যালেন্সের সাহায্যে পাত্র-১ এর বিকারকটি কিভাবে মাপবে?
পাত্র -১ ও পাত্র-২ এর বিকারকদ্বয়ের মধ্যে কোনটি pH পরিবর্তনে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
2.
তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও।
হুন্ডের নীতি অনুযায়ী ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা কর
'P' মৌলটি বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করে কেন? ব্যাখ্যা কর।
Q ও R মৌলদ্বয়ের ক্লোরাইড যৌগসমূহের বর্ণের ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
3.
[X, Y ও Z মৌলের প্রচলিত প্রতীক নয়।]
প্রভাবক কাকে বলে?
গ্লাস ক্লিনারে NH4OH \mathrm{NH}_{4} \mathrm{OH} NH4OH ব্যবহৃত হয় কেন?
মৌলসমূহের আয়নিকরণ বিভব কীভাবে পরিবর্তিত হবে- ব্যাখ্যা করো।
মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে? বিশ্লেষণ কর।
4.
MX5(g) ⇌ MX3(g) তাপ
এখানে MX5 এর বিয়োজনমাত্রা 80% এবং বিক্রিয়া পাত্রের আয়তন 2L।
কিউরিং কাকে বলে?
AICI3 কক্ষ তাপমাত্রায় ডাইমার গঠন করে কেন?
উদ্দীপকের বিক্রিয়ার Kc নির্ণয় কর।
উদ্দীপকের আলোকে কোন শর্তে অধিক উৎপাদ পাওয়া যাবে? বিশ্লেষণ কর।
5.
27° তাপমাত্রায় RNO3 এর দ্রাব্যতা = 2.2´5-3 এবং Ksp(RCI) = 4.8´10-6
পোলারায়ন এর সংজ্ঞা দাও।
25°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 36 ব্যাখ্যা কর।
A পাত্রে RNO3 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় কর।
C-পাত্রে কোনো অধঃক্ষেপ পড়বে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।