1.
নিকি রিপেয়ারিং সার্ভিস লিমিটেড এর ৩১ ডিসেম্বর ২০২১ সালের রেওয়ামিল নিম্নের প্রদত্ত হলো :
সমন্বয়সমূহ : (১) ৫,০০০ টাকার সরবরাহ সামগ্রী ব্যবহার করা হয়েছে; (২) ১২ বছরের জন্য বিমা পলিসি নেওয়া হয়েছে; (৩) অনুপার্জিত সেবা আয়ের ১৫,০০০ টাকা উপার্জিত হয়েছে; (৪) অফিস সরঞ্জামের আয়ুষ্কাল পাঁচ বছর। আয়ুষ্কাল শেষে কোনো ভগড়বাবশেষ মূল্য থাকবে না; (৫) প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়।
2.
সাগর লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২১ সালের তথ্যাবলি নিম্নের দেওয়া হলো :
অন্যান্য তথ্যাবলি : বিক্রয় ১০,০০,০০০ টাকা, মোট লাভ ২,৫০,০০০ টাকা, পরিচালন খরচ ১,৫০,০০০ টাকা।
4.
যমুনা লিমিটেড প্রতিটি ৪০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৪০,০০০ শেয়ার ১০% অধিহারে বিμয়ের জন্য বিবরণপত্র প্রচার করে। ৪১,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো।