ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র সমন্বিত বোর্ড (ঢাকা, রাজশাহী, দিনাজপুর, সিলেট, যশোর )-২০১৮

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. সি. পরম হাসান দেশের অর্থনৈতিক অবস্থা চিন্তা করে দুটি স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। নিচে দু'টি স্টকের সম্ভাবনা বিন্যায় ও আয়ের হার দেওয়া হলো-

DB, RB, Din.B, SB, JB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনাব আমিরুল অবসর ভাতা বাবদ ২,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি ৫ বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেড-এ জমা রাখলে ব্যাংকটি তাকে ৩,৭০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব করে। অন্যদিকে, রূপসা ব্যাংক লিমিটেড-এ ৮ বছরের জন্য জমা রাখলে ব্যাংকটি তাকে ৫,০০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব করে।

DB, RB, Din.B, SB, JB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মি. কাজল এবং মি. রতন দুই বন্ধু একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পড়াশোনা করছেন। তারা দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন যে, টিউশনি করে অর্জিত টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। মি. কাজল তার পুঁজি দিয়ে একটি কোম্পানির শেয়ার কিনলেন। অন্যদিকে, মি. রতন তার পুঁজি দিয়ে সাতটি কোম্পানির শেয়ার কিনলেন।

DB, RB, Din.B, SB, JB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. মি. তুষার আহমেদ গড়াই লি.-এর একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি দুটি প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। প্রকল্প দুটিতে প্রাথমিক বিনিয়োগ ২,০০,০০০ টাকা। নিচে দুটি প্রকল্পের পরবর্তী ৫ বছরের নিট মুনাফা দেওয়া হলো-

DB, RB, Din.B, SB, JB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. জনাব ফাহিম ৪,০০,০০০ টাকা ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক তাকে ১০% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে ৮% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দেওয়ার প্রস্তাব করে।

DB, RB, Din.B, SB, JB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show