1. উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
রাহিন তার ফুল বাগানের সকল ফুল গাছ একটা একটা করে পর্যবেক্ষণ করে দেখল সেখানের প্রতিটি ফুলের গাছ নয়নতারা। রাতুল কতিপয় সাদা ফুল পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিল, সকল সাদা ফুল হয় সুগন্ধযুক্ত।
উদ্দীপকে রাহিনের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি কোন শ্রেণির আরোহকে নির্দেশ করে?
4. 'কড়ি হয় অপ্রস্ফুটিত মুকুল' এটি কোন ধরনের সংজ্ঞা?