Islamic Studies 2nd Paper আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. এগারো বছরের শিশু আরিফ এ বছর নির্দিষ্ট একমাস ভোর রাতে নিয়তসহ আহার গ্রহণ করে সূর্যাস্ত পর্যন্ত আর কিছু খায়নি। এ বছর তার পিতা জনাব মুহসিন ইবাদতের উদ্দেশ্যে একটি দেশে গমন করেন। সেখানে তিনি পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণসহ নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরে আসেন। আগে মাঝেমধ্যে তার নামাজ কাযা হতো। তিনি বর্তমানে নিয়মিত মসজিদে জামাতে নামাজ আদায় করেন, এখন আগের মত তার নামাজ কাযা হয়না। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. রহমতুল্লাহ ইসলামি বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে অনার্সের ছাত্র। সে বিষয়টিতে কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে উদ্ভাবিত ইসলামের ব্যাবহারিক মাসয়ালা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছে। তার বিভাগের দুজন শিক্ষক ইমামদের মতপার্থক্য আছে এমন মাসয়ালায় মদিনাবাসী ইমামকে অনুসরণ করেন। অবশিষ্ট সকল শিক্ষক একটি মাযহাবের অনুসারী, যেটিতে এক স্বর্ণ মুদ্রার কম অর্থ চুরি করলে হাত না কাটার বিধান রয়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. 'ক' বিশ্ববিদ্যালয়ে প্রতি বিষয়ে অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী একজন ছাত্রকে ‘স্বর্ণপদক' প্রদান করা হয়। এ বছর ইসলাম শিক্ষা বিভাগের মেধাবী ছাত্র রফিক স্বর্ণপদকের জন্য মনোনীত হয় । কিন্তু কয়েকজন ছাত্র এতে আপত্তি জানায়। বিভাগীয় চেয়ারম্যান পুনরায় একটি সংক্ষিপ্ত পরীক্ষার আয়োজন করেন। পরীক্ষায় রফিক আবারো প্রথম হলে প্রতিবাদী ছাত্ররা লজ্জিত হয়ে বিভাগের সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু আসিফ নামে একজন ছাত্র তার দাদার অতীত পরিচয় তুলে বিভাগের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করে। কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসিফকে মাস্টার্স শ্রেণিতে ভর্তির অযোগ্য ঘোষণা করেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. বাদল একজন ঔষধ বিক্রেতা। মেয়াদ উত্তীর্ণ ঔষধের মোরক ফেলে দিয়ে নতুন তারিখ যুক্ত করে তিনি বিক্রয় করেন। বাদলের পুত্র জুলহাস বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। তার কয়েকজন বন্ধু একটি ব্যান্ড দলের সদস্য, যারা সবাই কানে দুল পরে। তাদের আমন্ত্রণে জুলহাসও দলটির সদস্য হয়। কিছুদিন পর এক বন্ধুর পরামর্শে সে নিজেও কান ছিদ্র করে দুল পরতে শুরু করে। আস্তে আস্তে সে পড়াশোনায় পিছিয়ে যেতে থাকে। একসময় তার পড়াশুনা বন্ধ হয়ে যায়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show