হিসাববিজ্ঞান ১ম পত্র ঢাকা বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

স্বপ্না ট্রেডার্সের ২০২০ সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ :

জুলাই ১ নগদ ১,৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করা হলো।

'' ৫. পাওনাদার রহমান ট্রেডার্সকে ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৪০০ টাকা প্রদান করা হলো। 

'' ১০ নগদে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।

'' ১২ আলমের নিকট নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা। 

'' ১৫. নগদে আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা।

'' ২০. রহমানের নিকট হতে, চেক প্রাপ্তি ১০,০০০ টাকা। 

'' ২৮ জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা ১১,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,০০০ টাকা পাওয়া গেল । 

'' ৩০ শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা ৮,০০০ টাকা পরিশোধ করা হলো।

DB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

সানলাইট ইঞ্জিনিয়ারিং ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল ৪০,০০০ টাকা। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ৫ বছর ধরা হয় এবং ৫ বছর পর ভগ্নাবশেষ মূল্য পাওয়া যেতে পারে ৩০,০০০ টাকা। বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত হয়। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির হিসাব বছর শেষ হয়।

DB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

মুশফিক এন্টারপ্রাইজ ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ২,১০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর এবং আয়ুষ্কাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হবে ১০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির হিসাব প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে শেষ হয়।

DB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

শাপলা ট্রেডার্সের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো রেওয়ামিল তৈরির পর ধরা পড়ে :

(১) আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা, ব্রুয় হিসাবে ডেবিট করা হয়েছে। 

(২) বিক্রয় হিসাবের যোগফল ৫,০০০ টাকা কম দেখানো হয়েছে।

(৩) জীবন বিমা প্রিমিয়াম ১,২০০ টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে। 

(৪) যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ৩,৫০০ টাকা যন্ত্রপাতি মেরামত হিসাবে লেখা হয়েছে।।

(৫) ৬,৫০০ টাকার পুরাতন আসবাবপত্র বিক্রয় করে আসবাবপত্র হিসাবে ৫,৬০০ টাকা লেখা হয়েছে।

(৬) পাওনাদারকে প্রদত্ত ২,০০০ টাকা হিসাবের বইতে লেখা হয়নি। 

DB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

জনতা ট্রেডার্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল:

সমন্বয়সমূহ : (১) সমাপনী মজুদ পণ্য ২১,৫০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে; যার মধ্যে ১,৫০০ টাকার অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভূক্ত আছে। (২) বিজ্ঞাপনের উদ্দেশ্যে ১,৫০০ টাকা মূল্যের পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, যা এখনও হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচের দুই-পঞ্চমাংশ অবলোপন করতে হবে। (৩) মালিক কর্তৃক ৫.০০০ টাকার পণ্য উত্তোলন করা হয়েছে; যা হিসাবভুক্ত হয়নি ।


DB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show