1. সজলের বয়স ৮ বছর। সে ৬ বছর বয়সের সকল প্রশ্নের উত্তর দিয়ে ৭ বছর বয়স উপযোগী ১টি প্রশ্নের উত্তর দিতে পারে। অন্যদিকে তার ভাই নেহাল বিভিন্ন শব্দের দ্রুত ও বহুবিধ ব্যবহারে দক্ষ। সে যেকোন সমস্যার সমাধান দ্রুত করতে পারে। তাছাড়াও সাহিত্য, সঙ্গীত ও সামাজিক কর্মকাণ্ডে বেশ আগ্রহী ।
2. হাশিম সাহেব একজন সামাজিক ব্যক্তি। প্রতিদিন তিনি সমাজের বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করেন এবং তাদের বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতায় ব্যস্ত থাকেন। আবার ক্লাশে মিস ফাহিমা ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনা দিচ্ছেন। তোমাদের কিছু কার্ড দেখানো হবে ছবিযুক্ত কিন্তু অস্পষ্ট এবং সেখান থেকে গল্প রচনা করতে হবে এবং শেষে একটি ফাঁকা কার্ড দেওয়া হবে সেখানে চিত্র কল্পনা করে নিয়ে গল্প রচনা করতে হবে।
3. রিক্সাচালক আবুলের মেধাবী ছেলে নাফিস এবার মেডিকেল ও বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়। সে ভীষণ চিন্তিত কোনটাতে ভর্তি হবে। মেডিকেল নাকি বুয়েট। ছেলের সাফল্যে বাবা খুশি হলেও ভীষণ অস্থির ও চিন্তিত নাফিসের ভর্তি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে। অবশেষে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার একমাত্র সম্বল দুধেমা গাভী বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। আর নিজেকে এই বলে সান্তনা দেয় পড়াশোনা শেষ করে হেলে সংসারের হাল ধরবে।
4. দৃশ্যকল্প:- ৭ বছরের য়নি ও ৮ বছরের রবির বুদ্ধ্যাংকের একটি পরীক্ষায় নেয়া হলে দেখা যায় যে, রসি তার বয়স উপযোগী সকল প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ৮ বছরের ৩ টি ও ৯ বছরের ১ টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। কিন্তু রবি ৮ বছর উপযোগী সব, ৯ বছরের ২টি, ১০ বছরের ১ টি ও ১১ বছরের ১ টি প্রশ্নের উত্তর দিতে পারে।
5. দৃশ্যকল্প-১:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জারিন স্বাভাবিক পরিবেশ বজায় রেখে একটি শিশুর আচরণ অবলোকন করছেন। তার স্বাভাবিক আচরণ যাতে বিঘ্নিত না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন।
দৃশ্যকল্প-২: রওনক একটি শিশুর আচরণ পর্যবেক্ষনের জন্য গবেষণাগারে নিয়ে আসেন এবং কিছু শর্ত প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে তার আচরণ পর্যবেক্ষণ করেন।সবশেষে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ ও সরলীকরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন।