হিসাববিজ্ঞান ১ম পত্র ঢাকা বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. শিহাব ট্রেডার্সের হিসাব বইতে লেনদেনগুলো নিম্নরূপ :

২০২২

জুন ১ নগদ উদ্বৃত্ত ১৮,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা।

‘’ ২ প্রাপ্য হিসাব হতে নগদ আদায় ৮,০০০ টাকা এবং চেক মারফত আদায় ১১.৫০০ টাকা।

‘’ ৪ প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো।

‘’ ৯ পণ্য ক্রয় ২৮,০০০ টাকা, যার মধ্যে ৯,০০০ টাকা নগদে পরিশোধ করা হলো। 

‘’ ২০ চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ ২,০০০ টাকা।

‘’ ২৭ চেক মারফত প্রদেয় হিসাব পরিশোধ করা হলো ১০,০০০ টাকা।

‘’ ৩০ হাতে নগদ ৪,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করা হলো।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

অন্যান্য তথ্যাবলি : (১) ৩১ মার্চ অনুত্তীর্ণ বিমার পরিমাণ ২,০০০ টাকা, (২)অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ১,২০০ টাকা; (৩) অনুপার্জিত সেবা আয়ের এক-তৃতীয়াংশ অর্জিত হয়েছে; (৪) প্রাপ্য সেবা আয় ২,০০০ টাকা।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

মি. রহমান ২০২২ সালের ১ জুন ব্যাংক জমা ২০,০০০ টাকা, নগদ ৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৪,০০০ টাকা ও আসবাবপত্র ১৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ :

২০২২

জুন ৩ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ১০,০০০ টাকা।

‘’ ৮ নগদে যন্ত্রপাতি ক্রয় ৫,০০০ টাকা।

‘’ ১৩ পণ্য বিক্রয় ১০,০০০ টাকা যার মধ্যে নগদে পাওয়া গেল ১২,০০০ টাকা।

‘’ ১৭ বেতন প্রদান ৬,০০০ টাকা।

‘’ ২২ নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।

‘’ ৩০ ১০% সুদে বিনিয়োগ করা হলো ২০,০০০ টাকা।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

নিবিড় এন্টারপ্রাইজের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নে প্রদত্ত হলো:

নিবিড় এন্টারপ্রাইজের রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০২২

অন্যান্য তথ্যাবলি : (১) বিনামূল্যে পণ্য বিতরণ ৫,২০০ টাকা; (২) ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি ৬,০০০ টাকা; (৩) মালিক কর্তৃক ক্রয়মূল্যে পণ্য উত্তোলন ৩,০০০ টাকা যার বাজারমূল্য ৫,০০০ টাকা; (৪) অপরিশোধিত ভাড়া ২,৫০০ টাকা; (৫) সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show