ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সিলেট বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

ইফাত, সিফাত ও রিফাত মৌখিক সমঝোতার মাধ্যমে একটি অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। তিনজনেই সমপরিমাণ মূলধন বিনিয়োগ করেন। মুনাফা ও সমান হারে ভোগ করেন। চুক্তির শর্ত অনুসারে রিফাত শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করবে। সম্প্রীতি একজন দেনাদার প্রতিষ্ঠায় পাওনা ৫০ লক্ষ টাকা পরিশোধ করতে গড়িমসি করছেন। এজন্য অংশীদাররা পাওনা আদায় আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে। 

SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

মি. জুনায়েদ ইরান থেকে খেজুর এনে সারাদেশে সরবরাহ করেন। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি ১২ টন খেজুর ক্রয় এর ফরমায়েশ দেন। ফরমায়েশ মোতাবেক চট্টগ্রাম বন্দর থেকে সকল আনুষ্ঠানিকতার শেষে রাজশাহীর আনার সময় পণ্যবাহী ট্রাক্টর দুর্ঘটনায় পড়লে ৫ টন খেজুর নষ্ট হয়। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। 

SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

জনাব জনাব নিজাম নিজস্ব ঘানিতে সরিষা ভাঙ্গিয়ে তেল উৎপাদন করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করেন। তার কাছে পরিচিত সবাই তেল ক্রয় করে এবং মান ভালো হওয়ায় অন্যদেরও ক্রয় করতে বলেন। বর্তমানে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসাটির সম্প্রসারণ করা জরুরী হয়ে পড়েছে। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে তার পক্ষে ব্যবসায়ে পরিধি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। 

SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

M, N, O এবং P একটি অংশীদারি ব্যবসায় সংগঠন করেন। O এবং P প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। অপরদিকে জনাব M তার সুনামের জন্য ব্যবসায় অংশীদার হয়েছেন। চুক্তি মোতাবেক ২০২২ সালের প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম মেয়াদ শেষ হয়। গত বছর প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। এমতাবস্থায় চুক্তি সংশোধনপূর্বক তারা ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত করলেন। 

SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

অর্গানিক চা উৎপাদনে বাংলাদেশের পঞ্চগড় জেলা বিখ্যাত। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে গত বছর চা উৎপাদনের পরিমাণ কমে যায়। এতে চা চাষীগন আর্থিক ক্ষতির সম্মখিন হন। পর্যাপ্ত মূলধনের অভাবে এ বছর চাষীগন উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেননি। তাই প্রয়োজনীয় মূলধনের জন্য তারা ব্যাংকের দ্বারস্থ হন। 

SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show