পদার্থবিজ্ঞান ১ম পত্র-হলি ক্রস কলেজ-২০২৩-CQ

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট

1. পরীক্ষাগারে নয়না 29°C তাপমাত্রায় এবং 1 atm চাপে একটি ঘর্ষণবিহীন পিস্টন যুক্ত সিলিন্ডারে 20 gm CO₂ গ্যাস নিয়ে পিস্টনটিকে প্রথমে আস্তে আস্তে চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তন অর্ধেক করল। তারপর পিস্টনটিকে আবার প্রাথমিক অবস্থায় এনে দ্রুত চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তন অর্ধেক করল এবং লক্ষ করলো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. 500 gm ভর এবং 200 cms1 \mathrm{cms^{-1}} বেগের একটি গোলকের সঙ্গে বিপরীত দিকে 100 cms1\mathrm{cms^{-1}} বেগে সচল 100 gm ভরের আর একটি গোলকের মুখোমুখি সংঘর্ষ ঘটলো । সংঘর্ষের পর বস্তুদ্বয় একে অন্যের সঙ্গে আটকে যায়।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. চিত্র অনুসারে m1 = 8 kg, m2 = 10 kg ভরের বস্তু দুটিকে অসম্প্রসারণশীল সুতা দ্বারা যুক্ত করে আনত তল বরাবর [যেখানে ঘর্ষণ বল 8.65 N] নিচের দিকে ক্রিয়াশীল রাখলে,

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপের ফলে এমনভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে 2.01 হলো। দোলকের ববের ভর 10 gm এবং দোলকটি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ 5 cm দূরত্বে দুলে।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো 4 m লম্বা একটি ইস্পাতের তারে বল প্রয়োগ করে প্রসারণ পরিমাপ করা হলো 2 mun। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 mm²। পরবর্তিতে তারটি খুলে একই দৈর্ঘ্যের, একই উপাদানের, দ্বিগুণ ব্যাসের অন্য একটি তার ঝুলিয়ে সমান বল প্রয়োগ করে দৈর্ঘ্য প্রসারণ মাপা হলে। ইস্পাতের ইয়ং গুণাঙ্ক

Y=2×1011Nm2ı^ \mathrm{Y}=2 \times 10^{11} \mathrm{Nm}^{-2} \hat{\imath}

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show