1. একটি দেশের বিরোধীদলের নেতা ছিলেন মি. ফরেস্ট। সরকার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন এবং এ মামলায় অনেককে যুক্ত করা হয়। ।
2. ভিনদেশের রাজা ফার্ডিনান্ড যড়যন্ত্র করে স্পেনের সুলতান আবু হাসানকে সিংহাসন পদচ্যুত করেন এবং এরপর তার সেনাপতি আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানান। ফলে এ দুইজনের ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের সমাপ্তি ঘটে।
3. কল্যাণপাড়া পৌরসভার স্থানীয় শাসন পরিচালনার জন্য উপজেলা প্রশাসক দুটি শাসন প্রবর্তন করেন। এতে পৌর মেয়র নামে মাত্র দায়িত্ব থাকলে রাজস্ব আদায়ের ক্ষমতা থাকে উপজেলা প্রশাসকের হাতে । ফলে পৌর মেয়র ছিলেন ভালো প্রশাসকের অনুগত সেবাদাস মাত্ৰ ।
4. জন জ্যাকব তার এলাকার মানুষের পিছিয়ে পড়ার কারণ উপলব্ধি করেন তা হচ্ছে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষাগ্রহণ না করা এবং ধর্মীয় গোঁড়ামি । তিনি এই সম্প্রদায়ের সাথে প্রগতিশীল ভাবধারা প্রসারের একটি সেতুবন্ধ সৃষ্টি করেন।
5. ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বিদেশি বন্ধুর সাথে পরিচয় হয় এবং কথোপকথনের সময় নিজ ভাষার একটি গানের কথা বলে, যা সংবাদপত্রে ছাপা হয়েছিল। উক্ত গানটি কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে।