History 1st Paper শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. আমি ভিখারি হইতে পারি, দুঃখ-অশ্রুর কঠিনভাবে চূর্ণ হইতে আপত্তি নাই। আমি মাতৃহারা অনাথ বালক হইতে পারি কিন্তু আমার শেষ সম্বল ভাষাকে ত্যাগ করিতে পারি না। আমার ভাষা চুরি করিয়া আমার সর্বস্ব হরণ করিও না। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. টমাস এডিসন একজন দুঃসাহসী নাবিক ছিলেন। তিনি নতুন এক জনপথ আবিষ্কার করেন। তার আবিষ্কৃত নতুন জনপথটি A B মহাদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে এক নবযুগের সূচনা করে। পথ ধরেই পরবর্তীতে অন্যান্য জাতি ব্যবসার উদ্দেশ্যে B দেশটিতে আসেন এবং ধীরে ধীরে B দেশকে একটি উপনিবেশে পরিণত করে

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও

 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. টয়েনসি অল্প বয়সে উত্তরাধিকার সূত্রে একটি রাজ্যের সিংহাসন লাভ করেন। কিন্তু তার ঘনিষ্ঠজনেরা এমন শাসক নির্বাচনে সন্তুষ্ট হয়নি তাই তারা বহিঃশত্রুদের সাথে হাত মিলিয়ে টয়েনসিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। রাজনীতিতে অদূরদর্শিতা বিক্ষণতার অভাবে তিনি ষড়যন্ত্রকে তেমন গুরুত্ব দেননি। ফলে টয়েনসিকে এক পরাজিত যোদ্ধার করুণ পরিণতি বরণ করতে হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show