সমাজবিজ্ঞান ২য় পত্র-সমন্বিত বোর্ড (ঢাকা, কুমিল্লা, যশোর)-২০২২

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. রফিক সাহেব ক্লাসে এমন কিছু চিন্তাবিদের নাম বললেন যাদের গবেষণা কিংবা চিন্তা চেতনা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি জানতে সহায়ক ভূমিকা পালন করে। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এ ধারা আরও সমৃদ্ধ হয়। আধুনিককালে জনসংখ্যা বৃদ্ধি, অপরাধ প্রবণতা সম্পর্কে। জানতে এই বিষয়টি কার্যকরী ভূমিকা পালন করছে। এই বিষয়ের জ্ঞান দ্বারাই যেকোনো সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব।

DB, CB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. শিউলি গ্রামের দুস্থ মহিলা। দিনমজুর স্বামীর রোজগারে সন্তানদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হতো। অতঃপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে কিছু নগদ অর্থ নিয়ে হাঁস- মুরগির খামার গড়ে তোলে। এখন সে অনেকটা সচ্ছল। অন্যদিকে তার প্রতিবেশী বিউটি সংসারে একটু সচ্ছলতা আনার জন্য শিউলির মতো সংস্থা থেকে কিছু টাকা নিয়ে সেলাই মেশিন কিনে কাপড়। সেলাই করে পরিবারের আয় বৃদ্ধি করছে।

DB, CB, Ctg.B 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দৃশ্যপট-১: জালাল সাহেব টিভিতে একটি ডকুমেন্টারি দেখে জানতে পারেন মানব সভ্যতার অন্যতম একটি যুগ সম্পর্কে। এ যুগে এসে মানুষ কৃষি উৎপাদন করতে শিখে ও যাযাবর জীবনের অবসান ঘটায়। ধারালো ও মসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার ছিল তাদের প্রাত্যহিক জীবনের অংশ।

দৃশ্যপট-২: রহমান সাহেব একজন নির্মাণ ঠিকাদার। সাম্প্রতিক সময়ে নির্মাণ কাজে অপরিহার্য ধাতুর আকাশচুম্বি দামে তিনি উদ্বিগ্ন হয়ে। পড়েন। মানব সভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়ে এই ধাতুর আবির্ভাব। এই ধাতুর ব্যাপক ব্যবহারের ফলেই শিল্প বিপ্লব সম্ভব হয়েছে।

DB, CB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. দৃশ্যকল্প-১: প্রিয়া বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। কিছুদিন পূর্বে প্রিয়ার বিয়ে। হয়েছে। স্বামীকে নিয়ে প্রিয়া বর্তমানে মায়ের বাড়িতে বসবাস করছে।

দৃশ্যকল্প-২: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী বিমলও একটি ক্ষুদ্র। নৃগোষ্ঠীর সদস্য। বিয়ের পর বিমল তার স্ত্রীকে নিজ বাড়িতে এনে স্থায়ীভাবে বসবাস করছে। তাদের সামাজিক সংগঠন অত্যন্ত মজবুত।

DB, CB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. শীতের শিশিরভেজা ভোরে ফাইয়াজ খালিপায়ে ফুল নিয়ে তার স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখতে পায়, রাস্তায়। অনেক মানুষ তার মতো ফুল নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের দিকে যাচ্ছে। ফাইয়াজের মন গর্বে ভরে যায় এ দৃশ্য দেখে। সে শ্রদ্ধায় স্মরণ করে যারা ভাষার জন্য রক্ত ঝরিয়েছিল।

DB, CB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show