1. দুটি গ্রুপ 'পদ্মা' ও 'মেঘনা' একটি সাধারন জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিল। 'পদ্মা' গ্রুপ প্রশ্ন করল- একটি খনিজ উচ্চতাপ ও চাপে বহুমূল্য বজ্র, শিলা ও সর্বশেষ হীরকে পরিণত হয়। খনিজটির নাম কী?
2. নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। জনসংখ্যা বৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নতির সম্পর্ক গুরুত্বপূর্ণ। ইহা বিশ্লেষণ করতে গিয়ে ওয়ার্নার থম্পসন একটি জনবিবর্তন মডেল প্রদান করেন। যেখানে তিনি জন্ম ও মৃত্যুহার তথা জনসংখ্যা বৃদ্ধি পর্যালোচনা করেন।
3. 'ক' দেশটি প্রশান্ত মহাসাগর ও এশিয়ার স্থলভাগের সংযোগ স্থলে অবস্থিত। চারটি দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত। দেশটি দুই ধরনের শিল্পে অনেক উন্নত। একটি শিল্পের কাঁচামাল আমদানি করতে হয়। অপর শিল্পের কাঁচামাল 'তুলা' যা উৎপাদনে দেশটি বিশ্বে অষ্টম।
4. মামুনের ভাই মধ্যপ্রাচ্যে থাকেন। মামুন মধ্যপ্রচ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মধ্যপ্রাচ্য একটি খনিজ সম্পদে সমৃদ্ধ।
5. আলী হোসেন গ্রামের একজন প্রতিষ্ঠিত কৃষক। বাংলাদেশ সরকার গ্রামের উন্নয়নের জন্য 'একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেছেন। আলী হোসেন এ প্রকল্পের আওতায় নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি নিজের পুকুরে মাছের চাষ, বাড়িতে গরু-ছাগল, হাঁস-মুরগি পালন করে প্রচুর অর্থ উপার্জন করছে।