1. আবির বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ে। পত্রিকায় বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ক একটি খবর দেখে সে তার বড় ভাই আরিয়ানের কাছে জানতে চাইল, সংবিধান কী? আরিয়ান তাকে বলল, রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক কিছু নীতিমালা প্রয়োজন; যা লিখিত বা অলিখিত থাকতে পারে । সাকিব বুঝতে পারল সংবিধান খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় ।
2. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তানি সেনারা সহজে প্রবেশ করতে না পারে । রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।
3. ইসলামের এক ক্রান্তিকালে তিনি খিলাফতের দায়িত্ব ভার গ্রহণ করেন। মহানবি (স)-এর অসমাপ্ত বাসনাসমূহকে বাস্তবে রূপদান করেন। যাকাত বিরোধী আন্দোলন ও ভণ্ড নবিদের অশুভ তৎপরতার ফলে আরব উপদ্বীপে প্রজ্বলিত বিদ্রোহকে নির্বাপিত করেন। ন্যায়সঙ্গতভাবে তিনি ছিলেন ইসলামের পরিত্রাণকর্তা।
4. মহামতি সুলাইমান একজন শ্রেষ্ঠ সাম্রাজ্য বিস্তারকারী ছিলেন। তিনি তাঁর সাম্রাজ্য সম্প্রসারণ করে পূর্বে কৃষ্ণসাগর থেকে পশ্চিমে তিউনিসিয়া এবং উত্তরে ভিয়েনা থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত করেন। তিনি সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দুর্নীতির দায়ে তার জামাতাকেও তিনি শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। তিনি অপরাধীদের কঠোর শাস্তি দিতেন ।
5. আজমতগীর স্যার একদিন তার শ্রেণিকক্ষে প্রামাণ্যচিত্র দেখাচ্ছিলেন।
তিনি দেখালেন প্রাচীন সভ্যতার বিভিন্ন দিক । প্রাচীনকালে এই সভ্যতার লোকেরা নদীতে বাঁধ দিয়ে জমি সেচের ব্যবস্থা করে এবং মনের ভাব প্রকাশ করার জন্য চিত্রভিত্তিক লিপির উদ্ভাবন করে। তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে মৃত্যু পরবর্তী জীবনে নিজেদের স্মরণীয় রাখতে মমির আবিষ্কার করে ।