1. দৃশ্যকল্প-১:
দৃশ্যকল্প-২: জনাব রহমান সাহেব একজন দয়ালু ব্যক্তি। অপরদিকে তার বন্ধু মিতব্যয়ী শাহেদ সাহেব সবকিছু টাকার মানদন্ডে বিচার করেন। তার সন্তান ত্বকি বিলাসী জীবনযাপন করতে পছন্দ করেন।
2. ১২ বছর বয়সী আকিব, আদিব ও আফিফ তিন বন্ধু। তাদের মানসিক বয়স যথাক্রমে ১৫৫ মাস, ১৫০ মাস এবং ১৭০ মাস। তিন বন্ধুর মধ্যে আফিফ নতুন কিছু তৈরীতে বেশী আগ্রহী ।
3. রনি ও রাজা দুই বন্ধু। রনি খুবই স্বাধীনচেতা ও সাহসী। সে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিতে পছন্দ করে। রাজা ছিপ ছিপে লম্বা, হালকা পাতলা গড়নের। সে আত্মকেন্দ্রিক ও নির্জনতাপ্রিয় এবং যেকোন কাজে দ্রুত প্রতিক্রিয়া করতে পারে ।
4. দৃশ্যকল্প-১: সোমা রাজশাহীতে একটি বেসরকারি কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করে। সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি না তা নিয়ে সংশয়ে আছে।
দৃশ্যকল্প-২:
5. দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহীন শিশুর মানসিক দক্ষতা পরিমাপের জন্য ৬ বছরের একটি শিশুকে গবেষণাগারে এনে নিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্ন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেন, শাহীনের বন্ধু রিপা শিশুর আবেগ নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন। এজন্য সে দূর থেকে মা-বাবা ও বন্ধুদের সাথে শিশুটির আচরণ অবলোকন করেন ৷