হিসাববিজ্ঞান ১ম পত্র কুমিল্লা বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

নিম্নলিখিত তথ্যাবলি ৩১ মার্চ, ২০১৮ তারিখে জনাব জাহিনের হিসাব বই থেকে নেওয়া হয়েছে

(১) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ৮,০০০ টাকা।

(২) জমাকৃত চেক যা ব্যাংক μেডিট করেনি ১,৫০০ টাকা।

(৩) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি ৩,৭৫০ টাকা।

(৪) ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি ১০০ টাকা।

(৫) ব্যাংক চার্জ ২৫ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি ৭৫০ টাকা।

(৭) ব্যাংক কর্তৃক জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৩০০ টাকা।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. সুজন ট্রেডার্স-এর ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে হিসাব উদ্বৃত্তসমূহ নিম্নরূপ:

প্রাপ্য হিসাব ১,২০,০০০ টাকা

অনাদায়ী পাওনা ৮,০০০ টাকা

অনাদায়ী পাওনা সঞ্চিতি ১২,০০০ টাকা

প্রাপ্য হিসাবের আরো ৪,০০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

২০১৮ সালের জুন মাসে জনাব জসিমের ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়

জুন ১ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ১২,০০০ টাকা।

” ৫ নগদ ক্রয় ৬,০০০ টাকা এবং চেক মারফত ক্রয় ২,০০০টাকা।

” ১০ ফাহিমের নিকট তার দেনার ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৪,৮০০ টাকার একটি চেক প্রাপ্তি এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা প্রদান।

” ১৮ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১,২০০ টাকা।

” ২০ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।

” ২৫ ব্যাংকে জমা প্রদান ২০,০০০ টাকা।

” ২৯ ব্যাংক জমাতিরিক্তের সুদ ২০০ টাকা।

” ৩০ সাকিবের নিকট থেকে ৫% বাট্টায় পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে আতিক অ্যান্ড সন্স-এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলোসমন্বয়সমূহ : (১) সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা। (২) বেতনের মধ্যে কর্মচারীকে প্রদত্ত ঋণ ৪,০০০ টাকা অন্তভর্ক্তু আছে। (৩) ক্যাশিয়ারের নিকট হতে ৮,০০০ টাকা ছিনতাই হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। (৪) বিজ্ঞাপন খরচের এক-তৃতীয়াংশ বিলম্বিত করতে হবে। (৫) অব্যবৃহত মনিহারি ২,৫০০ টাকা।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

জনাব রাজু আইনশাস্ত্রে ¯ড়বাতক পাসের পর নগদ ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা মূল্যের আইনের বই নিয়ে ১ জানুয়ারি ২০১৮ তারিখে আইন পেশা শুরু করেন। প্রম মাসে তার সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ

জানু. ৫ নগদে অফিস সরঞ্জাম ক্রয় ৮,০০০ টাকা।

” ১০ চেম্বারের ভাড়া পরিশোধ ১০,০০০ টাকা।

” ১২ ধারে সাপ্লাইজ ক্রয় ৪,০০০ টাকা।

” ১৫ মক্কেলকে সেবা প্রদান বাবদ নগদ প্রাপ্তি ২০,০০০ টাকা।

” ২০ মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে অগ্রিম গ্রহণ ৭,০০০ টাকা।

” ২২ ধারে আইনি সেবা প্রদান ১০,০০০ টাকা।

” ৩১ উপযোগ খরচ পরিশোধ ১,৫০০ টাকা।

কুমিল্লা বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show