1.
e.m.f কাকে বলে?
Fe2+একটি জারক পদার্থ- ব্যাখ্যা কর।
উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমনে 25 ml H2O2 যোগ করা হলে H2O2 এর ঘণমাত্রা নির্ণয় কর।
উদ্দীপকের আলোকে অবিশুদ্ধ লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করা যায় কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ কর। [Fe = 55.85]
2.
মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে?
করোসান একটি রাসায়নিক প্রক্রিয়া—ব্যাখ্যা কর।
উদ্দীপকের কোষটিতে অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়াটি লেখ।
উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি দীর্ঘদিন Zn পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ কর। [EoMn/Mn2+ = + 1.18 V, EoAl/Al3+ = + 1.66 V এবং EoZn/Zn2+ = + 0.76 V]
3.
বাস্তব গ্যাস কাকে বলে?
HSO4- উভধর্মী পদার্থ কেন?
STP তে X বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় কর।
A,B ও C গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক (Z) এর মানের ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
4.
নির্দেশক কাকে বলে?
ClCH2COOH, CH3COOH অপেক্ষা শক্তিশালী এসিড কেন ?
A পাত্রের দ্রবনের ঘণমাত্রা 0.01M এ রূপান্তর করতে কতটুকু পানি যোগ করতে হবে?
A, B ও C পাত্রের দ্রবন মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
5.
A→H2Pd,BaSO4B→ZnO2C+D+ZnO;A \xrightarrow[H_2]{Pd, BaSO_4}B\xrightarrow[Zn]{O_2}C+D+ZnO;APd,BaSO4H2BO2ZnC+D+ZnO;
A যৌগটি তিন কার্বনবিশিষ্ট অ্যালকাইন।
ইলেকট্রোফাইল কাকে বলে?
অ্যালকাইন-১ অম্লধর্মী কিন্তু অ্যালকাইন-২ অম্লধর্মী নয় কেন?
A ও B যৌগের পার্থক্যসূচক পরীক্ষা সমীকরণ সহ বর্ণনা কর।
C ও D যৌগদ্বয় হ্যালফরম বিক্রিয়া দেখাবে কিনা প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া সহ বিশ্লেষণ কর।