1.
বিশ্বে চলমান করোনা মহামারির কারণে ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যায় সবকিছু। এজন্য সরকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান যেন তারা মানবিকতাপূর্ণ কার্যক্রম চালান। মাওলানা আনিস সাহেব তাঁর বক্তব্যে বলেন, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।
2.
একদা মহানবি (সা.) তাঁর স্ত্রীদেরকে ডেকে বললেন আজ আমি দেখব তোমাদের মধ্যে কার হাত লম্বা। এতে কেউ কেউ আশ্চর্য হলে তিনি _ (সা.) বলেন, লম্বা বলতে দান করার ক্ষেত্রে কে বেশি উৎসাহী সেটাই বোঝাতে চেয়েছি। অন্যত্র তিনি বলেছেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম ।
3.
মহানবি (সা.) মিরাজ রজনীতে মহান আল্লাহর দিদার লাভ করেন এবং উম্মতের জন্য প্রতিদিন পাঁচবার আদায়যোগ্য একটি ইবাদাত নিয়ে আসেন। পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন যে, একমাত্র ইবাদাত করার জন্যই তিনি জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন।
4.
রফিক ও শফিক যৌথভাবে ব্যবসায় করেন । একটি বিশেষ মাসে অন্যান্য ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ালেও তারা পূর্বের মূল্যেই পণ্য বেচাকেনা করেন। একজন খরিদ্দার পণ্য কেনার এক পর্যায়ে মূল্য নিয়ে ঝগড়া করতে উদ্দত হলে রফিক বলে যে, আমি একটি বিশেষ ইবাদাত পালন করছি । তাই ঝগড়া বা অতিরিক্ত কথা বলতে পারব না।
5.
মসজিদের ইমাম মাওলানা মানসুর মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামের ভিত্তিসমূহ উল্লেখ করে বক্তব্য দিচ্ছিলেন। একপর্যায় তিনি রাসুল (সা.)-এর উদ্ধৃতি দিয়ে বলেন, “হারাম সম্পদে তৈরি মাংস (শরীর) বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম সম্পদে তৈরি প্রতি টুকরো মাংসের জন্য দোযখই যথোপযুক্ত আবাস।”