মনোবিজ্ঞান ২য় পত্র সিলেট বোর্ড ২০১৯

প্রশ্ন ·সময় ১৫ মিনিট

1. দৃশ্যকল্প-১: জনি বন্ধু, পরিচিতজন ও প্রতিবেশীর সাথে তুচ্ছ কারণে আক্রমণাত্মক আচরণ করে। এমনকি কখনো কখনো মারধরও করে থাকে। তাই সবাই জনিকে এড়িয়ে চলে।

দৃশ্যকল্প-২: রেহানা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রেহানা বলেন, তার বাবা-মা, ভাই-বোনদের সর্বাত্মক সহযোগিতা, অনুপ্রেরণা ছিল সব সময়। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু ভালো শিক্ষকের সান্নিধ্য ও সহযোগিতা তাকে লক্ষ্যে পৌছাতে প্রেরণা জুগিয়েছে।

DB, Din.B, Ctg.B, SB, BB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্যকল্প-১: জনাব আবদুল করিম একটি বিদেশি কোম্পানির। উচ্চপদস্থ কর্মকর্তা। ইদানীং কাজের চাপের কারণে তাকে অতিরিক্ত সময় অফিসে কাটাতে হয়। আজকাল অফিসে প্রায়ই তার মাথাব্যথা এবং কাজের প্রতি অনাগ্রহ ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে।

দৃশ্যকল্প-২: এইচএসসি পাসের পর সোমা বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তৈরি করেছিল নিজেকে। কিন্তু বুয়েটে ভর্তি পরীক্ষায় সে কৃতকার্য হতে পারেনি। তাই সে মানসিকভাবে প্রচণ্ড রকম ভেঙে পড়েছে।

DB, Din.B, Ctg.B, SB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞান বিষয়ে সাপ্তাহিক পরীক্ষায় ১০ জন। শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার মোট নম্বর ছিল ২০। শিক্ষার্থীরা নিম্নলিখিত নম্বর প্রাপ্ত হয়-

৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৪, ১৭।

দৃশ্যকল্প-২: নির্বাচনি পরীক্ষায় আইসিটি বিষয়ে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় মোট নম্বর ছিল ৬০। শিক্ষার্থীরা নিম্নলিখিত নম্বর প্রাপ্ত হয়।

প্রাপ্ত নম্বরের শ্রেণি

শিক্ষার্থীর সংখ্যা

৫০-৫৪

৪৫-৪৯

৪০-৪৪

৩৫-৩৯

৩০-৩৪

২৫-২৯

২০-২৪

8

8

N = ২০

DB, Din.B, Ctg.B, SB, BB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সোহেল গ্রামবাসীর সবার প্রিয়। সে প্রতিবেশীদের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসে। সোহেলের বাধা নূরুল ইসলাম একজন। আদর্শবান শিক্ষক। নীতি এবং আদর্শের প্রশ্নে তিনি আপোষহীন। তিনি। জ্ঞানীয় মনোভাব গ্রহণ করে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে চান।

DB, Din.B, Ctg.B, SB, BB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. দৃশ্যকল্প-১: রিয়া বন্ধুদের সাথে আলাপকালে দক্ষিণ এশিয়ার একটি দেশ সম্পর্কে বলে, ওখানকার মানুষেরা উন্নত, অতিমাত্রায় বস্তুবাদী এবং বৃদ্ধরা রক্ষণশীল।

দৃশ্যকল্প-২: লাবিবা বিশেষ একটা জনগোষ্ঠীর জীবনযাপন প্রণালি নিয়ে খবর পড়ে মন খারাপ করল। সে বিশেষ জনগোষ্ঠীর সাথে পত্রিকার খবর সমাজের বেশিরভাগ মানুষ মেশে না। তাদের স্পর্শ করা কোনো কিছু খায়। না। এমনকি ওদের শিশুদের সাথে একই সাথে স্কুলে পড়াশোনা করে না।

DB, Ctg.B, Din.B, SB, BB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show