1. জয় ঢাকার একটি কলেজের ছাত্র। তার 7 জন বন্ধুর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 90, 78, 82, 70 75, 91 এবং 85। জয় বলল, বন্ধুদের প্রাপ্ত নম্বরের সমষ্টির বর্গ এবং বর্গের সমষ্টি একই।
2. জাকিয়া কয়েকটি পরিবারের বাচ্চার সংখ্যা জানালো তা যথাক্রমে 3, 2, 5, 4, 1 এবং 3। জাকিয়া বলল, এটি ধনাত্মক বঙ্কিম হবে।
3. নিম্নে একটি ফসলের বিক্রয়ের পরিমাণ (টন হিসাবে) দেওয়া হল :
4.
রিতা ও মিতার সংগৃহীত তথ্যগুলো নিম্নে দেওয়া হলো :
Xi = 48, 45, 42, 46, 40 এবং yi = 36, 40, 41, 38, 43।
মিতা বলল,
5. রানা তার এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে পাস করা মানুষের বয়সের তথ্য সংগ্রহ করল। বিশ্লেষণ করে দেখল যে, ঢাবির 15 জন মানুষের গড় বয়স 35 বছর। কিন্তু ঢাবির একজনের বয়স 32 এর স্থলে ভুলক্রমে 23 বছর লেখা হয়েছে। রাবির 12 জন মানুষের গড় বয়স 31 বছর। এক্ষেত্রে কোন ভুল হয়নি।