আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. নাজিরপুর গ্রামের অধিকাংশ লোক দরিদ্র। তার উপর গত বন্যার পর থেকে কে বা কারা রাতের বেলা সিঁদ কেটে কোন না কোন বাড়িতে প্রবেশ করে মালামাল নিয়ে চলে যায়। এ অবস্থা লক্ষ করে স্থানীয় মসজিদের ইমাম সাহেব যুবকদের নিয়ে রাতের বেলা পাহারার ব্যবস্থা করেন এবং মসজিদে একটি অতিরিক্ত দানবাক্স চালু করে সকলকে চাদা দেওয়ার আহ্বান জানান । প্রতি শুক্রবার জমাকৃত টাকা পাঁচটি সেলাই মেশিন ক্রয় করে অতি দরিদ্র পাঁচ জনের মাঝে বিতরণ করেন। কিছুদিন পর দেখা যায় এলাকায় আগের মতো তেমন কোন দুর্ঘটনা ঘটে না।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. আইডিয়াল কলেজের বিজ্ঞানের একদল ছাত্রী শিক্ষা সফরে গিয়ে দেখতে পায়, সাকার ফিস নামক একটি রাক্ষুসে মাছে বুড়িগঙ্গা নদী সয়লাব হয়ে গেছে এবং এ নদী থেকে দিশীয় মাছ বিলুপ্ত হয়ে গেছে। তারা অধ্যক্ষের মাধ্যমে মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী বরাবর নদী থেকে রাক্ষুসে মাছটি নির্মূল করার জন্য আবেদন জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে। মানবিকের আরেকদল ছাত্রী অতিথি পাখি শিকার না করা জন্য আহ্বান জানিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি নিবন্ধ প্রকাশ করে। কলেজ অধ্যক্ষ পত্রিকার নিবন্ধটি পাড়ে মানবিকের সংশ্লিষ্ট ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তোমাদের ভূমিকায় আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মি. সুশীল চাকমা একটি ইসলামি রাষ্ট্রের নাগরিক। তিনি তার একটি কৃষি খামার থেকে এ বছর এক লক্ষ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেন। তার প্রতিবেশী মিসেস আয়েশা এবছর রমযান মাসে দশ ভরি গহনার বাজার মূল্য ৪,০০,০০০/- টাকা থেকে ১০,০০০/- টাকা দুজন গরিব ও মেধাবী ছাত্রের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপের জন্য ফি বাবদ দান করেন। তিনি এতদিন একই টাকায় শাড়ি ও লুঙ্গি ক্রয় করে গরিবদের মাঝে বিতরণ করতেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সজল একজন ধনাঢ্য ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি খুবই ব্যস্ত থাকেন। তিনি ব্যস্ততার কথা ভেবে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। সজলের বন্ধু পিন্টু। একরাতে হঠাৎ করে তার ছেলে অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে হাসপাতালে নিয়ে যান ও রাত জেগে সেবাযত্ন করেন। এর কিছুদিন পর তার ছোট ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে, কোনো চিকিৎসার ব্যবস্থা না করে তাকে ইমামের কাছ থেকে পানি পড়া এনে খেতে বলেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. আয়েশা একাদশ শ্রেণির ছাত্রী। সে অন্যান্য বিষয়ের সাথে একটি বিশেষ বিষয়ে পড়ছে, যেটিতে সে স্রষ্টার পরিচয় জানার পাশাপাশি পৃথিবীতে মানুষের দায়িত্ব-কর্তব্য ইত্যাদি বিষয় শিখতে পারছে। আয়েশার পরিবারের সকল সদস্য আল্লাহর নামে ঘুমাতে যায় ও আহার গ্রহণ করে। খাবার শেষে ও ঘুম থেকে জেগে উঠে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা প্রতি শুক্রবার হাত ও পায়ের নখ কাটে। সর্বদা মার্জিত শালীন পোশাক পরিধান করে। মহল্লার সবাই আয়েশাদের পরিবারটিকে সম্মানের চোখে দেখে৷ 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show