ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র ময়মনসিংহ বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা

1.

শাহরুখ তার বাবার সাথে একই বাড়িতে বসবাস করেন । বাড়িটি শাহরুখের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে জনাব শাহরুখ বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায় । তখন জনাব শাহরুখের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর জনাব শাহরুখ বিমা াম্পানিকে না জানিয়ে বাড়ির ২য় ও ৩য় তলার কাজ শেষ করেন। ২য় এর তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি ধসে পড়ে। জনাব মুখের বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি দাবি পূরণে অস্বীকৃতি জানায়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

জনাব মামুন ১০ বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। বিমাচুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিনি মারা যান তাহলে তার পরিবার বিমাদাবি পাবেন অথবা মেয়াদ শেষে তিনি নিজে পাবেন। মেয়াদ শেষে বিমাদাবি উত্থাপন করলে বিমা প্রতিষ্ঠান জানতে পারে তার বয়স, ৪৫ হলেও তিনি বিমাপত্রে ৪০ বছর উল্লেখ করেছেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

জনাব জহির তার পাওনাদার জনাব তরিকুলকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। জনাব জহির চেকের ওপর রাম কোণে দুটি আড়াআড়ি দাগ টেনে ‘প্রাপকের হিসাব' লিখে দেন। জনাব তরিকুল তার পাওনাদার কবিরকে দুই মাসের মধ্যে ১ লক্ষ টাকা পরিশোধের ওয়াদাপত্র প্রেরণ করেন।

ময়মনসিংহ বোর্ড ২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা ও সুবিধা প্রদান পরবর্তী করছে। এ ধরনের সুবিধা পেয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাপক আকারে জনগণকে ঋণ দিতে শুরু করেছে। এমতাবস্থায় যেকোনো সময় অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো ঋণপ্রদান অব্যাহত রাখলে বাংলাদেশ ব্যাংক প্রথম শ্রেণির সুদের হার ৮% থেকে বাড়িয়ে ১০% করে। এরপরেও বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণপ্রদান অব্যহত রাখলে বাংলাদেশ ব্যাংক প্রথম শ্রেনীর শেয়ার ও ঋণপত্র বিক্রয় শুরু করে। 

ময়মনসিংহ বোর্ড ২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

মি. আযাদ XYZ ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। ব্যাংক তাকে চেক বই ছাড়াও জরুরি লেনদেনের প্রয়োজনে একটি বিশেষ 'কার্ড সরবরাহ করে। যা দিয়ে তিনি কেনাকাটা করতে পারেন, ঋণের সুবিধা পান এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত বাকিতে পণ্য কিনতে পারেন। মি. আযাদ গোপন নম্বর ব্যবহার করে কার্ডটি দিয়ে টাকা উত্তোলন করেন। এজন্য তাকে একটি ছোট ঘরে থাকা ম্যাগনেটিক মেশিন ব্যবহার করতে হয় ।

ময়মনসিংহ বোর্ড ২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show