4. রিতা ঢাকা থেকে তার বাবার সাথে সিলেট চা বাগানে বেড়াতে গেল রিতা যাওয়ার পথে ও যাওয়ার পর লক্ষ করল সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। অথচ ঢাকার তেমন বৃষ্টিপাত হয় না বললেই চলে।
5. রিপন রাতে ঘুমের মধ্যে অনুভব করল যে, তার খাট হঠাৎ কেঁপে উঠছে অল্প সময় পর কাঁপুনি বন্ধ হয়ে গেল। পরদিন সকালে শুনল রাতের ঘটনাটি ছিল একটি প্রাকৃতিক দুর্যোগ। বাবার কাছে সে জানতে চাইলে তিনি বললেন এটি একটি প্রাকৃতিক ঘটনা যার মাধ্যমে ভূমির আকস্মিক পরিবর্তন হয়ে থাকে।