1. চাল ব্যবসায়ী তানভীর সাহেব ক্রেতার নিকট ভালো চাল বিক্রি করেন। তিনি সঠিক ওজন করে চাল বিক্রি করেন। ক্রেতার নিকট পণ্যের দোষত্রুটি গোপন করেন না। তার বন্ধু হাসিব মানুষের সাথে খারাপ আচরণ করেন। অশ্লীল কথাবার্তা বলেন। তার অশ্লীল আচার আচরণের জন্য লোকজন তাকে পরিহার করে চলেন।
2. আল্লাহ তায়ালা এক বিশেষ উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন। কতিপয় মানুষ আল্লাহর নির্দেশমত জীবন-যাপন করে। তারা প্রতিদিন পাঁচবার পবিত্র অবস্থায় এক বিশেষ ধরনের কাজ সম্পাদন করে। এটা ইসলামের এক গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত।
3. আলহাজ আতাউর রহমান চাকরির পাশাপাশি ব্যবসায় বাণিজ্য করেন। তিনি প্রতি রমজান মাসে সমস্ত সম্পদের হিসাব করেন এবং তার নির্দিষ্ট অংশ এলাকার দরিদ্র অভাবীদের মাঝে বণ্টন করে দেন। তিনি তাদের নগদ অর্থ বাদেও রিকশা, ভ্যান, গরু, সেলাই মেশিন ইত্যাদি কিনে দেন। তাব ছোট ভাই জুনায়েদ সাহেব সমাজে সুনাম বৃদ্ধির জন্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু তার পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন।
4. অধ্যাপক ইবরাহিম শ্রেণিকক্ষে কুরআনের দুটি আয়াত নিয়ে আলোচনা
করেন। প্রথম আয়াতে পাপাচার থেকে আত্মরক্ষা ও পরকালে মুক্তির গুণসম্পন্ন ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। অতঃপর দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত করেছেন।
خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَبْعِهِمْ وَعَلَى أَبْصْرِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ .
5. বশির জুমাবার (শুক্রবার) জুমআর সালাত আদায় করতে মসজিদে যায়। মসজিদের ইমাম সাহেবের বয়ান থেকে সে জানতে পারে যে, রমযান মাসে জামাতে তারাবিহের সালাত আদায় করার বিধান আগে ছিল না । মহানবি (সা)-এর মৃত্যুর পর হযরত উমর (রা.)-এর যুগে ইজমার মাধ্যমে জামাতে তারাবিহের সালাত আদায়ের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে সব সাহাবি (রা.) ঐকমত্যের মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন।