1. তিনটি তড়িৎদ্বার এবং তাদের প্রমান তড়িৎদ্বার বিভবের মান নিম্নরূপঃ
প্রাইমারি নির্দেশক তড়িতদ্বার কাকে বলে?
Zn এর প্রমান বিজারন বিভব -0.76V বলতে কী বুঝায়?
A/A3+ (0.1M) ।। C2+/C (0.01M)/C; কোষটির e.m.f হিসাব কর।
B ধাতুর লবণের দ্রবণকে A ও C এর মধ্যে কোন ধাতু নির্মিত পাত্রে সংরক্ষন করা যুক্তিযুক্ত- বিশ্লেষণ কর।
2.
সমানুতা কাকে বলে?
২-ক্লোরোবিউটান্যাল আলোক সক্রিয় কিনা ব্যাখ্যা কর।
A হতে ফেনল প্রস্তুতি বিক্রিয়াসহ লিখ।
ইলেক্ট্রোফিলিক প্রতিস্তাপন বিক্রিয়ার ক্ষেত্রে P এবং Q যৌগের ভিন্ন ভিন্ন অবস্থানে প্রতিস্থাপন ঘটে বিশ্লেষণ কর।
3.
CnH2n+O3→X→Zn/H2OA+B\mathrm{C}_{\mathrm{n}} \mathrm{H}_{2 \mathrm{n}}+\mathrm{O}_3 \rightarrow \mathrm{X} \xrightarrow{\mathrm{Zn} / \mathrm{H}_2 \mathrm{O}} \mathrm{A}+\mathrm{B}CnH2n+O3→XZn/H2OA+B
অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে?
অ্যাসিটোন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিয়ে কিনা ব্যাখ্যা কর।
n=3 হলে A ও B এর মধ্যে পার্থক্যসূচক পরীক্ষা বিক্রিয়াসহ লিখ।
উদ্দীপকের বিক্রিয়াটির মাধ্যমে যেকোন অ্যালকিনের দ্বি-বন্ধনের অনস্থান নির্ণয় করা যায়-বিশ্লেষণ কর ।
4.
পানির খরতা কাকে বলে?
তাপমাত্রা বাড়ালে চাপের কী পরিবর্তন হয় এবং কেন- ব্যাখ্যা কর।
B2 গ্যাসের মোট গতিশক্তি হিসাব কর।
STP তে কোন পাত্রের গ্যাসের আয়তন বেশি হবে যাচাই কর।
5.
সংকট চাপ কাকে বলে?
পানির BOD অপেক্ষা COD এর মান বেশি কেন?
এসিড বৃষ্টি উৎপত্তিতে B ও C গ্যাসের ভূমিকা সমীকরণসহ লিখ।
B গ্যাসটি কেন A গ্যাসের মত আচরণ করেনা এবং কোন কোন শর্তে B গ্যাসটি A গ্যাসের মত আচরণ করবে ব্যাখ্যা কর।