সমাজকর্ম ২য় পত্র-সমন্বিত বোর্ড (ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর)-২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. সামাজিক জীব হিসেবে মানুষকে এমন একটি মৌল মানবিক চাহিদা পূরণ করতে হয় যাকে সভ্যতার ধারক ও বাহক বলা হয়। এটি প্রতিকূল প্রাকৃতিক অবস্থা থেকে মানুষকে রক্ষা করে।

DB, MB, Din.B, CB, Ctg.B, SB, JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. গ্রামীণ হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে একটি সরকারি কর্মসূচি গ্রহণ করা। হয়। উক্ত কর্মসূচির আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ, সামাজিক শিক্ষা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

DB, MB, Din.B, CB, Ctg.B, SB, JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. X' বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। সে এলাকার ছেলেদের সাথে মিশে কৌতূহলবশত ধীরে ধীরে বিভিন্ন নেশাজাতীয় জিনিসের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। বিষয়টি পরিবারের লোকজন জানার পর পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে।

Ctg.B, MB, Din.B, CB, Ctg.B, SB, JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

DB, MB, Din.B, CB, Ctg.B, SB,JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. 'X' সমাজের সবচেয়ে প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের মাধ্যমে এর সূচনা হয়। সন্তান জন্মদান, প্রতিপালন এবং নিরাপত্তায় এর ভূমিকা অতুলনীয়।

DB, MB, Din.B, CB, Ctg.B, SB, JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show