1. জনাব রায়হান দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় বসবাস করেন। সেই সূত্রে কোরিয়ান নাগরিক মি. লি. পিংয়ের সাথে তার বন্ধুত্ব হয়। মি. লি. পিং রায়হান সাহেবের নিকট থেকে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সম্পর্কে জানতে পারেন এবং যৌথভাবে এ দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। ফলে মি. রায়হান দেশে ফিরে আসেন। এবং তার গ্রামের বাড়ির কিছু জমি বিক্রি করেন এবং সজ্জিত সকল অর্থসহ মি. পিংয়ের সাথে যৌথভাবে ঢাকার অদূরে আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানা স্থাপন করেন। পরবর্তীতে যা একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় ।
3. মি. সুমন একটি প্রতিষ্ঠানে কর্মরত যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকে, ঋণ ব্যবস্থা তদারকি করে থাকে। দেশের উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।
5. নিচে দুটি দ্রব্য 'X' ও 'Y'-এর উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো। তার ভিত্তিতে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও:
সংমিশ্রণ | X দ্রব্য | Y দ্রব্য |
---|---|---|
A | ১৩০ | ০০ |
B | ১০০ | ৫০ |
C | ৫০ | ১০০ |
D | ০০ | ১৩০ |