Finance and Banking 2nd Paper চট্টগ্রাম কমার্স কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. জনাব রশিদ হঠাৎ করে জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এ বিষয়টি গোপন করে নিজের স্ত্রী ও স্বতন্ত্রের আর্থিক নিরাপত্তার জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। কয়েকটি গিফট দেওয়ার পর তিনি মারা গেলে তার পরিবার বীমা কোম্পানির কাছে বীমা দাবি পেশ করলে কোম্পানিতে পূরণে অসম্মতি প্রদান করে বীমা চুক্তিটি বাতিল করেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. মি. নাহিদ তার প্রতিষ্ঠানে ৫০০ শ্রমিকের নিরাপত্তার জন্য একক বীমা পত্রের অধীনে "ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি" এর সাথে একটি বীমা চুক্তি করেন। "ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি" আবার একই বীমা বিষয়বস্তুর উপর "মধুমতি বীমা কোম্পানির" সাথে বীমা চুক্তি করেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. " ABC" ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে এবং ওই ব্যাংকের অনুমতি গ্রহণ করে "xyz" ব্যাংক আমানত গ্রহণ এবং ঋণ প্রদান কার্যক্রম শুরু করে। সম্প্রীতি গ্রাহকের প্রয়োজনমতো নগদ অর্থ সরবরাহ করতে "xyz" ব্যাংক ব্যর্থ হচ্ছে। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. মি. জসিম একজন বিশিষ্ট ব্যবসায়ী। মি. জসিম মি. করিমের পাওনা ১০ লক্ষ টাকার একটি চেক ইস্যু করে। সেকটি তার কর্মচারী মারফত মি. করিমের কাছে পাঠান।মি. জসিমের উক্ত কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যায়। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. জনাব মনির একজন চাকুরীজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংক হিসাব খুলে প্রতি মাসে কিছু টাকা জমা রাখেন, এই হিসাব হতে তিনি মুনাফা ও পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার হিসাব থেকে টাকা উত্তোলন করেন। তিনি তার কোম্পানি থেকে বোনাস এবং মুনাফার অংশ হিসেবে পাঁচ লক্ষ টাকা পান যা তিনি আরেকটি হিসাব খুলে এককালীন জমা রাখার কথা ভাবছেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show