যুক্তিবিদ্যা ২য় পত্র দিনাজপুর বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. হাওলাদার গতরাতে খুন হয়েছে। পুলিশ তদন্তে এসে পলাশ, দীপু এবং নাজমুলকে সন্দেহ করল। কেননা এদের সাথে নিহতের জমি নিয়ে বিরোধ চলছিল। হত্যাকাণ্ডের পূর্বে পলাশ, দীপু এবং নাজমুলকে নিহতের বাড়ির আশে-পাশে ঘুরাঘুরি করতেও দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে কিছু পায়ের ছাপ দেখতে পেল এবং তা থেকে হত্যাকারীকে চিহ্নিত করল।

Din.B 2019
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
2.

দৃষ্টান্ত-১

দৃষ্টান্ত-২

পূর্বগ

অনুগ

পূর্বগ

অনুগ

চ ছ জ চ জ ঝ চ ঝ ঞ

য র ল য ল ব য ব শ

G H I H I

R S T S T

চ হচ্ছে য এর কারণ

G হচ্ছে R এর কারণ

Din.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. স্টালিন সরকার সমুদ্রে জাহাজ চালানোর সময় একটি ভূ- খণ্ড দেখতে পেলেন। কিন্তু সেটি দ্বীপ না মহাদেশ তা বুঝতে না পেরে ক্রমাগত জাহাজ চালাতে লাগলেন এবং বুঝলেন, যে স্থান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন, পুনরায় সে স্থানে ফিরে এসেছেন। তখন তিনি বুঝতে পারলেন ভূ-খণ্ডটি চারপাশে পানিবেষ্টিত। এ প্রসঙ্গে যোসেফ বললেন, 'চারপাশে পানি দ্বারা বেষ্টিত ভূ-খণ্ডকে দ্বীপ বলে।'

Din.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. মজিদ ও রঞ্জিত পাশাপাশি বসে পরীক্ষা দিল। পরীক্ষক দেখলেন যে, মজিদ পাঁচটি প্রশ্নের মধ্যে চারটির নির্ভুল উত্তর দিয়েছে, কিন্তু একটি প্রশ্নের উত্তরে অনেক ভুল করেছে। পরীক্ষক আরো দেখলেন যে, এ চারটি উত্তর রঞ্জিতের উত্তরের সাথে হুবহু মিলে যায়। তখন পরীক্ষক সিদ্ধান্ত নিলেন যে, এ পঞ্চম প্রশ্নের উত্তর মজিদের নিজ বুদ্ধিপ্রসূত।

Din.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. নয়ন কলেজে যাওয়ার সময় দেখতে পেল, রাস্তার পাশে একজন ব্যক্তি অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। ব্যক্তিটির মুখ দিয়ে অনবরত সাদা ফেনা বের হচ্ছে। নয়ন ভাবল লোকটিকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। সে লোকটিকে নিয়ে হাসপাতালে গেল। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বললো, লোকটিকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে এবং সে আর বেঁচে নেই।

Din.B.2019
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show