সোনার বাংলা কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

কৃষি উপখাত

 ২০১৪-১৫

 ২০১৮-১৯

. শস্য শাকসবজি

.৮৩

.৭৫

. প্রাণীজ সম্পদ

.০৮

.৪৭

. বনজসম্পদ

.০৮

.৫৮

মৎস সম্পদ

.৩৬

.২৯

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. নিম্নোক্ত চিত্রটি লক্ষ কর সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাওঃ

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. কাশেম মিয়া উপকূলীয় এলাকার একজন প্রান্তিক চাষি। তিনি সারাবছর বিভিন্ন রকমের শস্য উৎপাদন করে থাকেন। পরিবহন যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য তিনি তার উৎপাদিত শস্য শহরে বিক্রয় করতে পারেন না অন্যদিকে মধ্যবর্তী ব্যবসায়ী দালালদের দৌরাত্মের কারণে তিনি ন্যায্যমূল্য হতে বঞ্চিত হন। সংরক্ষণের সুযোগ না থাকায় ফসলের মৌসুমেই কম দামে শস্য বিক্রয় করতে বাধ্য হন। কঠোর পরিশ্রম করেও কাশেম মিয়া আর্থিক সচ্ছলতা অর্জিত হয়নি।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জাবেদ স্যার জনসংখ্যা নিয়ে আলোচনা করছিলেন। তিনি আলোচনায় 'A' এবং 'B' দেশের কথা বললেন। যেখানে A B দেশ দুটির আয়তন যথাক্রমে ১৭৩২০ বর্গ কিলোমিটার এবং ২৩৪২৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা যথাক্রমে ,৫৬,৭৪,৬০০ জন এবং ,৫৩, ৪৮, ৩২৫ জন। তিনি আরও বললেন কোনো দেশের জনসংখ্যার পরিমাণ সে দেশের জলবায়ু, জীবনত্রাযা, ভূমির প্রকৃতি, সম্পদের সহজলভ্যতা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভরশীল।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. আধুনিক বিশ্বে মানুষ বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার শীর্ষে অবস্থান করলেও কোনো দেশেই দ্রব্য সেবা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। 'A' দেশ তার উৎপাদিত পণ্য নিজ দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বাজারে বিক্রি করে অন্য দেশের পণ্য নিজ দেশের জন্য ক্রয় করে। কিন্তু 'B' দেশ তার উৎপাদিত পণ্য দেশের অভ্যন্তরে ক্রয়-বিক্রয় করে। উভয় দেশের মধ্যে 'A' দেশের সম্পদের পূর্ণ ব্যবহার হয় ভোক্তারা বিভিন্নভাবে উপকৃত হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show