সমাজবিজ্ঞান ২য় পত্র যশোর বোর্ড ২০১৯

প্রশ্ন ·সময় ১৫ মিনিট

1. ঢাকা শহরে বেড়ে ওঠা রফিক ছোটবেলা থেকে গান, কবিতা আবৃত্তি ও অভিনয়ে পারদর্শী। আজকাল সে চিত্রকর্মের প্রতিও আকৃষ্ট হচ্ছে। গত ঈদের বন্ধে গ্রামে বেড়াতে এসে সে দেখে তার দাদাবাড়িতে বড় বড় খড়ের গাদা, গোয়াল ঘর, বড় উঠান। এসব দেখে তার ভাল লাগে। দাদাবাড়িতে খাবারের সময় এখনও যেসব থালাবাটি ব্যবহৃত হয়, তা শহরে দেখা যায় না। এমনকি খাদ্যাভ্যাসেও এখানে ভিন্নতা দেখা যায়। এ দেখে রফিক বেশ বিস্মিত হয়।

DB, RB, SB, MB, BB, JB, Ctg.B, Din.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. শাওনদের গ্রামের অধিকাংশ মানুষ আজ শহরে যাতায়াত করছে। গ্রামের ছেলে-মেয়েরা শহরের বিদ্যালয়ে পড়াশুনা করছে। তবে এর পাশাপাশি অপরাধপ্রবণতাও বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পেলেও মানুষের মানসিকতার এখনও উন্নতি হয়নি। নারী শিক্ষার প্রতি এখনও তাদের অনীহা রয়েছে।

DB, RB, SB, MB, BB, JB, Ctg.B, Din.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show