1. ‘A’ একটি দেশ, যেখানে সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত, তবে এটি সীমিত । বেশিরভাগ উৎপাদন কর্মকাণ্ড বেসরকারি মালিকানায় পরিচালিত হয়। পাশাপাশি সরকারি খাতেও বেসরকারি খাতের মতো উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয়। ইদানীং সরকারি খাতগুলো বেসরকারি খাতের মতো দক্ষভাবে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। তাই ‘A’ দেশের সরকার রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো সম্পূর্ণ বি- রাষ্ট্রীয়করণের এবং বেসরকারি খাতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দেশটিতে আয় বণ্টনে অসমতা এবং শ্রেণিবৈষম্য দেখা দেয়।
2. নিম্নে একজন ভোক্তার একটি নির্দিষ্ট দ্রব্যের জন্য উপযোগ সূচি দেওয়া হলো:
দ্রব্যের একক | মোট উপযোগ |
---|---|
১ম | ৩০ |
২য় | ৫০ |
৩য় | ৬০ |
৪র্থ | ৬৫ |
৫ম | ৬৬ |
৬ষ্ঠ | ৬৬ |
3. জনাব 'M' একজন কৃষক। পূর্বে তিনি তার দুই ছেলেকে নিয়ে ধান চাষ করতেন। সম্প্রতি ধান চাষে মুনাফা কমে যাওয়ায় তার এক ছেলে মালয়েশিয়া গমন করে, অন্য ছেলে স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে যোগদান করে। শ্রমবাজার উন্নয়নে জনাব 'M'-এর দেশের সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ, শিশুশ্রম নিরসন এবং নারী উন্নায়ন ও প্রশিক্ষণের মতো পদক্ষেপ গ্রহণ করেছে।
4. 'M' ফার্মাসিউটিক্যালস-এর সদস্য সংখ্যা অসংখ্য। কোম্পানির আয়তন বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানটি জনগণের নিকট থেকে করে। প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তরযোগ্য। অন্যদিকে 'N' কোম্পানির মূলধন সংগ্রহ করে এবং শেয়ার হোল্ডারদেরকে বার্ষিক লভ্যাংশ প্রদান শেয়ার হোল্ডারের সংখ্যা ১০ জন। তারা যৌথভাবে মূলধনের যোগান দেয় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করে। তবে একজন শেয়ার হোল্ডারের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় ।
5. দুটি দ্রব্যের চাহিদা সূচি দেওয়া আছে:
'X'-দ্রব্যের দাম () | 'X'-দ্রব্যের চাহিদা | 'Y'-দ্রব্যের চাহিদা |
---|---|---|
১০ | ১২ | ২০ |
২০ | ১০ | ৫ |