1.
সেপ্টেম্বর ১, ২০২০ তারিখে জনাব আজহার নগদ ৫৫,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকার ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসায় শুরু করেন। সেপ্টেম্বর মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয় :
সেপ্ট - ৫ নগদে ক্রয় ৭,০০০ টাকা এবং বাকিতে ক্রয় ৫,০০০ টাকা ।
'' ৭ নাহিদকে ঢেকে পরিশোধ ১৫,০০০ টাকা এবং বাটা পাওয়া গেল ১৫০ টাকা।
'' ৮. অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ৮,০০০ টাকা ।
'' ১০ বাশারকে তার ১০,০০০ টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯৮০০ টাকা প্রদান করা হলো।
'' ১৫ ব্যাংকে জমা দেওয়া হলো ১৫,০০০ টাকা
'' ২০ মাহবুবের নিকট ২০,০০০ টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৮০০ টাকা পাওয়া গেল।
'' ২৫ বিমা সেলামি প্রদান ২,০০০ টাকা। হাবিবের নিকট হতে চেক গ্রহণ ৫,০০০ টাকা ।
'' ৩০. ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১,০০০ টাকা এবং সুদ চার্জ করা হলো ১,৫০০ টাকা।
2.
২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে “ফিরোজ ট্রেডার্স”-এর যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত ছিল ২,০০,০০০ টাকা (ক্রয়মূল্য) এবং পুঞ্জীভূত অবচয় হিসাবের উদ্বৃত্ত ছিল ৩০,০০০ টাকা। ২০২০ সালের ১ জুলাই তারিখে ৪,০০,০০০ টাকায় একটি নতুন মেশিন ক্রয় করা হয়। প্রতিষ্ঠানটি ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। হিসাব বন্ধের তারিখ ৩১ ডিসেম্বর।
3.
নিম্নোক্ত তথ্যাবলি মেসার্স আক্তার ব্রাদার্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের
(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা।
(ii) ইস্যুকৃত চেক সালমা ১৬,০০০ টাকা, ইমা ১২,০০০ টাকা, মুনিমের সপক্ষে ১৪,০০০ টাকা, যার মধ্যে শেষ দুটি চেক ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(iii) চেক ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি রাহাত ৬,০০০ টাকা, কামরান ১২,০০০ টাকা এবং জামিল ২২,০০০ টাকা ।
(iv) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে ২৬০ টাকা ।
(v) ব্যাংক চার্জের পরিমাণ ২০০ টাকা।
(vi) খরিদার কর্তৃক সরাসরি ৪,৫০০ টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু আমরা ৬-১-২০২১ তারিখে জানতে পারি।
(vii) ব্যাংক কর্তৃক বকেয়া বাড়িভাড়া পরিশোধ ৩,৫০০ টাকা কিন্তু অনুবেদন গৃহীত হয় ৭-১-২০২১ তারিখে।
4.
যমুনা ট্রেডার্স ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে চেকের মাধ্যমে ১,৫০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর। ধারণা করা হয় আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য হবে ১০,০০০ টাকা।
5.
জনাব তুষার ২০২০ সালের ১ জুলাই নগদ ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন।
জুলাই ২ ১০% কারবারি বাটায় তানভীরের কাছ থেকে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা । শর্ত ২/১০/নিট ৩০। চালান নং-১০০
জুলাই ৮ ৫% কারবারি বাটায় রহিমের কাছে পণ্য বিক্রয় ১,২০,০০০ 'টাকা। শর্ত ৩/১০ নিট ৩০।
জুলাই ১২ ২ তারিখের ধারে ক্রয়ের অর্থ পরিশোধ।
জুলাই ১৫ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
জুলাই ২০ ৫% কারবারি বাট্টায় বাকিতে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা। যার পরিবহন খরচ ৩০০ টাকা। চালান নং-১০৫।
জুলাই ২৫ বিজ্ঞাপন খরচ প্রদান ৫,০০০ টাকা।
জুলাই ৩০ ব্যাংকে জমা দেয়া হলো ১৫,০০০ টাকা ।