1.
মৃৎক্ষার ধাতু কাকে বলে?
F' সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল-ব্যাখ্যা করো।
কক্ষ তাপমাত্রায় ১নং পাত্রের যৌগটি 10% আয়নিত হলে এর K, হিসাব করো।
১নং ও ২নং পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে কী? বিশ্লেষণ কর।
2.
দ্রাব্যতা গুণফল বলতে কী বুঝ?
রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল-ব্যাখ্যা করো।
Z এবং Q এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তির মান বেশি হবে? ব্যাখ্যা করো।
X₂Y এবং X₂M এর ভৌত অবস্থার ভিন্নতার কারণ বিশ্লেষণ করো।
3.
XZ এর Ksp=4×10−11 mol−1 L−2 \mathrm{XZ} \text { এর } \mathrm{K}_{\mathrm{sp}}=4 \times 10^{-11} \mathrm{~mol}^{-1} \mathrm{~L}^{-2} XZ এর Ksp=4×10−11 mol−1 L−2
[28∘C 28^{\circ} \mathrm{C} 28∘C এবং 32∘C 32^{\circ} \mathrm{C} 32∘C তাপমাত্রায় XY লবণটির দ্রাব্যতা যথাক্রমে 35 এবং 45]
রাসায়নিক সাম্যাবস্থা কী?
সাম্য ধ্রুবকের মান কখনো শূন্য বা অসীম হয় না কেন?
২নং দ্রবণকে সম্পৃক্ত করতে কী পরিমাণ অতিরিক্ত দ্রব যোগ করতে হবে-গণনা করো।
0.01 M XY দ্রবণ ৩নং দ্রবণে যোগ করা হলে XZ এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কী? গাণিতিক যুক্তি দাও।
4.
ভর ক্রিয়ার সূত্রটি লিখ?
H.F. একটি দুর্বল এসিড- ব্যাখ্যা কর।
Z মৌলটির ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে- ব্যাখ্যা কর।
XH3 এবং X2Y এর আকৃতি অভিন্ন কি-না— সংকরনের সাহায্যে বিশ্লেষণ কর।
5.
Zn(OH)2,Al(OH)3 \mathrm{Zn}(\mathrm{OH})_{2}, \mathrm{Al}(\mathrm{OH})_{3} Zn(OH)2,Al(OH)3 এবং Ag2CO3 \mathrm{Ag}_{2} \mathrm{CO}_{3} Ag2CO3 এর Ksp \mathrm{K}_{\mathrm{sp}} Ksp যথাক্রমে 3.0×10−17,3.0×10−34 3.0 \times 10^{-17}, 3.0 \times 10^{-34} 3.0×10−17,3.0×10−34 এবং 8.5×10−12 8.5 \times 10^{-12} 8.5×10−12 ।
ক্ষারের বিয়োজন ধ্রুবক KbK_bKb কী?
তরল অবস্থায় ইথানয়িক এসিড পলিমার গঠন করে- ব্যাখ্যা করো।
২নং পাত্রে Ag+ আয়নের ঘনমাত্রা হিসাব করো।
১নং পাত্রের দ্রবণে NH4Cl \mathrm{NH}_{4} \mathrm{Cl} NH4Cl এর উপস্থিতিতে NH4OH \mathrm{NH}_{4} \mathrm{OH} NH4OH যোগ করা হলে কোন আয়নটি আগে অধঃক্ষিপ্ত হবে? বিশ্লেষণ কর।