1. A=[Ne][3s23p1]D=[Ne][3s23p5] \begin{array}{l}A=[\mathrm{Ne}]\left[3 s^{2} 3 p^{1}\right] \\ D=[\mathrm{Ne}]\left[3 s^{2} 3 p^{5}\right]\end{array} A=[Ne][3s23p1]D=[Ne][3s23p5]
অরবিট কী?
পানির আয়নিক গুণফল ব্যাখ্যা করো।
নিম্ন তাপমাত্রায় AD3 \mathrm{AD}_{3} AD3 এর আণবিক ভর দ্বিগুণ হয়-ব্যাখ্যা করো।
মৌলগুলোর অক্সাইডের প্রকৃতি বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা কর।
2.
কোয়ান্টাম সংখ্যা কাকে বলে ?
BaCl2 অনুর আকৃতি সরলরৈখিক ব্যাখ্যা কর ।
বিক্রিয়াটির Kp এর মান নির্ণয় কর ।
উদ্দীপকের বিক্রিয়াটি থেকে কীভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া যাবে ? বিশ্লেষণ কর ।
3.
লা-শাতেলিয়ার নীতিটি লেখো।
HNO3 \mathrm{HNO}_{3} HNO3 এবং HCIO4 \mathrm{HCIO}_{4} HCIO4এর মধ্যে কোনটি শক্তিশালী এসিড? ব্যাখ্যা করো।
Mg(OH)2 \mathrm{Mg}(\mathrm{OH})_{2} Mg(OH)2 এর দ্রাব্যতা গুণফল হিসাব করো।
Y এবং Z পাত্রের দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ সৃষ্টির সম্ভাবনা আছে কি না? বিশ্লেষণ কর।
4.
এসিডের বিয়োজন ধ্রুবক কাকে বলে?
Rb এর 37-তম ইলেকট্রটি 4d অরবিটালে না গিয়ে 5s অরবিটালে যায় কেন?
Q এবং Y দ্বারা গঠিত যৌগটির সংকরণ বর্ণনা কর।
RY, TY2 এবং XY3 কে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমানুসারে সাজানোর পক্ষে যুক্তি দাও।
5. X,Y X, Y X,Y এবং Z Z Z মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1,7 এবং 8 ।
pH এর সংজ্ঞা দাও ।
H2O \mathrm{H}_{2} \mathrm{O} H2O একটি পোলার যৌগ-ব্যাখ্যা করো।
Z এর চেয়ে Y -এর আয়নিকরণ শক্তির মান বেশি কেন?
X ও Y এবং X ও Z দ্বারা গঠিত যৌগের সংকরণ একই হলেও আকৃতি ভিন্ন—বিশ্লেষণ কর।