Bangla 1st Paper বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

দেশ চায়, সেই পুরুষ, যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে। যে দেশকে ভালোবেসে শুধু চোখের জলই ফেলবে না, সে দরকার হলে আঘাতও করবে, প্রতিঘাতও বুক পেতে নেবে, বিদ্রোহ করবে। বিদ্রোহ করা আঘাত করার পশুত্ব বা পৈশাচিকতাকে যে অনুভূতি নিষ্ঠুরতা বলে দোষ দেয় বা সহ্য করতে পারে না, সেই অনুভূতিই হচ্ছে নারীর অনুভূতি, মানুষের ঐটুকুই হচ্ছে দেবত্ব। যারা পুরুষ হবে, যারা দেশ-সৈনিক হবে, তাদের বাইরে ঐ পশুত্বের বা অসুরত্বের বদনামটুকু সহ্য করে নিতে হবে। যে-ছেলের মনে সেবা করবার, বুকে জড়িয়ে ধরে ভালোবাসার ইচ্ছাটা জন্মগত প্রবল, তার সৈনিক না হওয়াই উচিত। আমি সৈনিক, কাজী নজরুল ইসলাম)।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. সৌদামিনী মালো স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে ধানী জমি, বসতবাড়ি, পুকুরসহ কয়েক একর সম্পত্তির মালিক হয়। এই সম্পত্তির ওপর নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেওর মনোরঞ্জনের। সৌদামিনীর সম্পত্তি দখলের জন্য সে নানা কৌশল অবলম্বন করে। একবার সৌদামিনী দুর্ভিক্ষের সময় ধান ক্ষেত্রের পাশে একটি মানবশিশু খুঁজে পায়। অসহায়, অসুস্থ শিশুটিকে সে তুলে এনে পরম যত্নে আপন সন্তানের মতো লালন পালন করে। মনোরঞ্জন সৌদামিনীকে সমাজচ্যুত করতে প্রচার করে যে, নমশূদ্রের ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে। এ যে মহাপাপ, হিন্দু সমাজের জাত ধর্ম শেষ হয়ে গেল।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. আমি জীবনে অনেক আত্মপ্রবঞ্চনা করে করে অন্তরে অশেষ যন্ত্রণা ভোগ করেছি। আমার উচিৎ কথার কারণে কেউ কেউ কষ্ট পেয়েছে- এই ভেবে কত রাত্রি অনুশোচনায় ঘুম হয় নাই। এখন ভুল বুঝতে পেরেছি। এখন সোজা এই বুঝেছি যে, আমি যা ভালো বুঝি, যা সত্য বুঝি, শুধু সেটুকু প্রকাশ করব। ন্যায়ের পথে থাকতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা। তাতে লোকে যতই নিন্দা করুক, দন্ধ হোক। আমি আমার কাছে ছোট হয়ে থাকব না, আত্মপ্রবকনা করে আর আত্মনির্যাতন ভোগ করব না।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

 

প্রথম বিবির সন্তানাদি না হওয়ার অজুহাতে প্রায় অর্ধেক বয়সের জোলেখাকে সম্প্রতি বিয়ে করেছে সেরাজ তালুকদার। সন্তানাদি হবে, শাসন মানবে আর

সহজে বশ করা যাবে ভাবলেও, হয়েছে হিতে বিপরীত। জোলেখার অতিরিক্ত খরচের হাত কিপটে ও লোভী সেরাজের সংসারকে উচ্ছন্নে পাঠায়। তিল তিল করে জমানো টাকায় ভারী ভারী গয়না বানায়, মোবাইল ফোনের মডেল পাল্টায়, একের পর এক আসবাব গড়ে শেষ করে দেয় সমস্ত সঞ্চয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর:

বাংলার লক্ষ লক্ষ আসাদ মতিউর আজ

বুকের শোণিতে উর্বর করেছে এই

প্রগাঢ় শ্যামল।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show