Sociology 1st Paper ঢাকা কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. তথ্য-: সাজিদের গায়ের রং শ্যামলা। তবে তার সন্তানরা তাদের বিদেশিনী মায়ের মতো নীল চোখ ফর্সা গায়ের রঙ পেয়েছে।

তথ্য-: জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। তাই সে দেশের বাড়িগুলো কাঠের মতো হালকা উপকরণ দিয়ে তৈরি হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. স্লোগান-: নকলকে না বলি,                  স্লোগান-: সুখি স্বদেশ গড়তে ভাই

                                                           আয়করের বিকল্প নাই  

দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশটাকে গড়ি

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ঘটনা-: প্রায় ১৫/১৬টি পরিবারের সাথে রাধানাথের পরিবার কক্সবাজারের জেলে পল্লিতে বাস করে। মাছ ধরাকে কেন্দ্র করেই পরিবারগুলোর জীবন- জীবিকা, উৎসব-আনন্দ। বিপদ-আপদ তাঁরা একসাথে মোকাবিলা করে।

ঘটনা-: নারী শিক্ষা সামাজিক বনায়নের জন্য মিসেস শাহানা গ্রামের কয়েকজন শিক্ষিত মহিলাদের নিয়ে 'আরণ্যক' নামে একটি সংগঠন গড়ে তোলেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. কর্মসংস্থানের কথা বিবেচনা করে শিল্পপতি হুমায়ুন সাহেব তাঁর নিজ এলাকায় কাপড় রঙ করার চামড়া প্রক্রিয়াজাত করার দুটি কারখানা গড়ে তোলেন। বেকারত্ব দূর হওয়ায় অনেক পরিবারে সচ্ছলতা আসে। কিন্তু রঙ চামড়ার গন্ধ এবং মালবাহী গাড়ির শব্দে এলাকায় বাস করা কঠিন হয়ে পড়েছে। কারখানার বর্জ্যে এলাকার ছোট নদীটির পানি দূষিত হয়ে পড়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. হাসিব যে বিষয়ে পড়াশোনা করে, তার আলোচ্য বিষয় হলো রাষ্ট্র, নাগরিক, সংবিধান ইত্যাদি। অপরদিকে রশিদ যে বিষয়ে পড়াশোনা করে, তার আলোচ্য বিষয় হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্নতত্ত্ব, সংস্কৃতি ইত্যাদি

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show