হিসাববিজ্ঞান ১ম পত্র দিনাজপুর বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

২০২০ সালের জুন মাসে মি. অরিন্দমের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয় :

জুন ১ প্রারম্ভিক নগদ তহবিল ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট জের ১৫,০০০ টাকা ছিল।

'' ৫ পণ্য ক্রয় : নগদে ১৫,০০০ টাকা, ধারে ৫,০০০ টাকা ও চেকের মাধ্যমে ৯,০০০ টাকা ।

'' ১০ পণ্য বিক্রয়: নগদে ৩৫,০০০ টাকা, প্রাপ্য নোটের মাধ্যমে ৮,০০০ টাকা এবং ধারে ২৫,০০০ টাকা।

'' ১৫ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ২৪,৫০০ টাকা 

'' ১৮ ব্যাংকে জমা প্রদান ৩০,০০০ টাকা 

'' ২০ প্রদেয় হিসাবের অর্থ ৩% বাটা সাপেক্ষে পরিশোধ করা হয়

'' ২৫ ৫% কারবারি বাটায় মুহিতের নিকট হতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

'' ৩০ ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্তের সুদ যথাক্রমে ২৫০ টাকা ৪৫০ টাকা।

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে মি. সজল ১,৮০,০০০ টাকা মূল্যের একটি মোটরযান ক্রয় করেন। উক্ত মোটর যানের নিবন্ধন ফি বাবদ ব্যয় হয় ২০,০০০ টাকা। বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মোটর যানের ওপর অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ও ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয়।

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

২০২০ সালের ১ জানুয়ারি তারিখে মি. হিমাদ্রী ৩৫,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেনগুলো হলো নিম্নরূপ : 

জানু, ৩ মি. রহমানের নিকট হতে নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

'' ৫ মি. স্বপনের নিকট নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।

'' ১০ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ৫০০ টাকা।

'' ১৪ ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ৪৫,০০০ টাকা।

'' ১৮ চেক মারফত পণ্য ক্রয় করা হলো ৩০,০০০ টাকা। 

'' ২৩ ব্যাংক হতে উত্তোলন করা হলো ৫,০০০ টাকা ।

'' ২৯ লাভবিহীন পণ্য বিক্রয় ৪,০০০ টাকা।

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

শাপলা ট্রেডার্সের হিসাব বই হতে ২০২০ সালের ৩০ জুন তারিখে নিম্নোক্ত লেনৰ্দেনসমূহ নেয়া হয়েছে :

(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১২,৫০০ টাকা।

(২) ব্যাংক কর্তৃক পরিশোধিত ৩,৪৫০ টাকার প্রদেয় মোট নগদান বইতে লেখা হয়নি ।

(৩) ব্যাংকে জমাকৃত ২,৮৫০ টাকার একটি চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৪) একজন খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৩,৬৫০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

(৫). প্রদেয় হিসাব বরাবরে ইস্যুকৃত ৭,০০০ টাকার মোট দুটি চেক ব্যাংকে প্রেরণ করা হয়েছে। যার মধ্যে ১,২৫০ টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়নি।

(৬) ব্যাংক সুদ ২৫০ টাকা এবং ব্যাংক চার্জ ২৪০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

২০২১ সালের মে মাসে মাহবুবা এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :

মে ১ মালিক কর্তৃক ব্যবসায়ে অতিরিক্ত মূলধন বিনিয়োগ ৪০,০০০ টাকা।

'' ৫ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

'' ৭ নগদ বিক্রয় ৩০,০০০ টাকা। ১২ প্রচার খরচ বাবদ প্রদান ৩,০০০ টাকা ।

'' ১৫ সিমির নিকট পাওনা ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৯,৭৫০ টাকা নগদে পাওয়া গেল ।

'' ১৮ তুলির নিকট দেনা ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৪,৭০০ টাকা নগদে প্রদত্ত হলো। 

'' ২১ সিয়ামের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় ২৫,০০০ টাকা (৬০% নগদে ও ৪০% ধারে)। 

'' ২৫ শিমুলের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য ৩০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ২৯,৪৫০ টাকা পাওয়া গেল ।

'' ২৮ বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,৫০০ টাকা । 

'' ৩০ অভির নিকট দেনা ১২,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১২,২৫০ টাকা প্রদত্ত হলো । 

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show