4. নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাওহোসেন নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে বসবাস করে। সেখানে সে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিল গত গ্রীষ্মকালীন ছুটিতে সে তার মামার বাড়ি কুমিল্লায় বেড়াতে যায়। মামার বাড়ির চারদিকে গাছপালা পরিবেষ্টিত। প্রতিদিন বিকালে সেখানে সে খেলা করে। এতে তার শ্বাসকষ্ট কমে যায়।Q. হোসেনের কাছে তার মামার বাড়িতে বনের কোন গুরুত্বটি অধিক মনে হয়েছে?