Agriculture 2nd Paper ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2023 MCQ

প্রশ্ন ২৫·সময় ১০ ঘণ্টা ২৫ মিনিট
1. কৃত্রিম বন হচ্ছে—
i. সমতল ভূমির বন
ii. কৃষিবন
iii. সামাজিক বন নিচের কোনটি সঠিক?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
2. প্লাঙ্কটন থাকলে কোনটি দিতে হয় না?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
3. বছরে দুইবার চাষ করা যায় -
i. রাজপুঁটি
ii. নাইলোটিকা
iii. বাগদানিচের কোনটি সঠিক?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
4. নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাওহোসেন নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে বসবাস করে। সেখানে সে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিল গত গ্রীষ্মকালীন ছুটিতে সে তার মামার বাড়ি কুমিল্লায় বেড়াতে যায়। মামার বাড়ির চারদিকে গাছপালা পরিবেষ্টিত। প্রতিদিন বিকালে সেখানে সে খেলা করে। এতে তার শ্বাসকষ্ট কমে যায়।Q. হোসেনের কাছে তার মামার বাড়িতে বনের কোন গুরুত্বটি অধিক মনে হয়েছে?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
5. সামাজিক বন থেকে পাওয়া যায়-
i. খাদ্য
ii. জ্বালানি
iii. তহবিলনিচের কোনটি সঠিক
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show