ইতিহাস ১ম পত্র-সমন্বিত বোর্ড ( ঢাকা, রাজশাহী, যশোর )-২০২২

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. মোহনপুর থানার অধিকাংশ জনগোষ্ঠী বিভিন্ন প্রকার কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামিতে লিপ্ত। গ্রামের সচেতন নাগরিক করিম সাহেব বিষয়টি উপলব্ধি করতে পেরে এ সমস্ত কুসংস্কার দূর করার লক্ষ্যে একটি ধর্মীয় আন্দোলন করেন। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও তা ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়।

DB, RB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ২০২০ সালের ৫ মে ভারতীয় ও চীনা সেনারা তাদের নিয়ন্ত্রণ রেখা পূর্ব লাদাখের বিভিন্ন স্থানে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হবার প্রতিবাদে ভারত 'বয়কট চীন' কর্মসূচি গ্রহণ করে। ভারতজুড়ে তখন একটাই স্লোগান "চীনের জিনিস চাইনা"। এছাড়াও কলকাতার বড় বাজারে চীনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানায়।

DB, RB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স এবং স্পেন অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করে। এমনকি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। অবশেষে ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীন হয়।

DB, RB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. বাবর ভারতীয় উপমহাদেশে আগমন করে ইব্রাহিম লোদীর সাথে পানিপথের প্রথম যুদ্ধে লিপ্ত হন। তিনি মাত্র বার হাজার সৈন্য নিয়ে ইব্রাহিম লোদীকে মোকাবেলা করেন। ইব্রাহিম লোদীর লক্ষাধিক সৈন্যকে পরাস্ত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

DB, RB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. মধ্যযুগে ইউরোপের নাবিকরা জাহাজ নিয়ে সমুদ্রে অভিযান। পরিচালনা করে নতুন নতুন দেশ ও জলপথ আবিষ্কারের চেষ্টা করত। ১৪৯২ সালে ইতালির নাবিক কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার। করেন। আমেরিকার স্থানীয় সরলমনা অধিবাসীরা তাকে অতিথি। হিসাবে স্বাগত জানায়।

DB, RB, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show