1. ইফাত ও ইরা দুই বোন । ইফাত পড়াশোনায় মনোযোগী এবং মেধাবী শিক্ষার্থী। ভালো ফলাফলের জন্য সে কঠোর পরিশ্রম করে । অপরদিকে ইরা পড়াশোনায় তেমন মনোযোগী নয়। সে খেলাধুলা, ভ্রমণ, পর্বতারোহন করতে পছন্দ করে ।
2. হীরা, মনি ও মুক্তা সমুদ্রতীরে বেড়াতে গিয়েছে। সৈকতে কিছু ছেলে বল খেলছে। হীরার দৃষ্টি বলের দিকে গেল। কিন্তু সাইরেনের শব্দে সে সমুদ্রে জাহাজের দিকে তাকালো। অন্যদিকে ' মনিকে সমুদ্র তীরের ঝাউগাছ, বিভিন্ন রংএর ফেস্টুন ও হাতি বিমোহিত করছে। কিন্তু মুক্তা সৈকতের দোকানগুলো দেখছে। কারণ তার জামা ও পুতির মালা কিনতে হবে ।
3. আবির সাহেবের স্ত্রী নীলা ৩২ সপ্তাহের গর্ভবতী এবং গর্ভকালীন ডায়াবেটিস রোগেও আক্রান্ত। আবির সাহেব তার স্ত্রীকে সন্তান প্রসবের জন্য একটি ক্লিনিকে ভর্তি করালেন। ডাক্তার জানালেন তার স্ত্রীর একটি হরমোনের স্বল্পতা আছে; যার কারণে স্বাভাবিক প্রসব সম্ভব নয়। এজন্য আবির সাহেবের সম্মতিতে ডাক্তার সিজারের সিদ্ধান্ত নিলেন
4. ইউসুফ সাহেব মনোবিজ্ঞান গবেষণাগারে ছাত্রদের নিয়ে লাল ও সবুজ আলোর প্রতিক্রিয়াকাল পরিমাপ করছিলেন। এজন্য তিনি গবেষণাগারে শব্দ, তাপমাত্রা এবং আলো নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন। গবেষণায় দেখতে পেলেন লাল আলোর প্রতিক্রিয়াকাল সবুজ আলোর প্রতিক্রিয়াকালের তুলনায় কম । পরবর্তীতে ইউসুফ স্যারের ছাত্র ইশরাক লাল এবং সবুজ আলোর প্রতিক্রিয়াকাল পরিমাপ করল এবং একই ফলাফল পেল ।